#কলকাতা: করোনা আবহে হঠাৎ কদর বৃদ্ধি ব্রাহ্মি শাকের! স্মৃতি শক্তি বৃদ্ধি করে ব্রাহ্মি শাক। তাই স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বরাবরই তার কদর বেশি৷ কয়েক দিন আগেও যে ব্রাহ্মি শাকের বান্ডিল বিকিয়েছে ৪-৫ টাকায়, দাম হঠাৎই বেড়ে গিয়ে হয়েছে ৬ থেকে ৭ টাকা বান্ডিল৷
করোনা সংক্রমণে শরীরের আরও কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গের মতো মস্তিষ্কেও ক্ষতির আশঙ্কা থাকে৷ কমে যেতে পারে স্মৃতিশক্তি৷এমনই দাবি করা হয়েছে ল্যান্সলেট জার্নালে৷ তাই ব্রাহ্মি শাক খেলের করোনার ধাক্কা থেকে মস্তিষ্ক রক্ষা পেতে পারে, এরকমটাই মনে করছেন অনেকে৷ সোশ্যাল মিডিয়াতেও সেরকম প্রচার চলছে৷ ফলে, কদর বেড়ে ব্রাহ্মি শাকের৷ সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দাম৷
উত্তর কলকাতার বাগবাজারে সোনা সেন দীর্ঘদিন শাকের পসার নিয়ে বসে। ৩০ রকম শাক তাঁর ঝাঁকায় সবসময় মজুত। সোনা সেনের কথায়, 'তিন সপ্তাহ হল ব্রাহ্মি শাকের কদর বেড়েছে। আগে ৫টাকা আঁটি বিক্রি করতাম, এখন ৭টাকায় বিক্রি করি। করোনার কারণেই হয়তো চাহিদা বেড়েছে৷' ক্রেতা চিন্ময় বিশ্বাস বলছেন, 'আগে মাঝেমধ্যেই খেতাম, তবে সোশ্যাল সাইটে করোনার প্রভাব থেকে বাঁচাতে ব্রাহ্মি শাক উপকারী জেনে এখন একটু ঘনঘন কিনছি।'
আয়ুর্বেদ চিকিৎসক অসীম কুমার মণ্ডলের কথায়, 'ব্রাহ্মি শাক খেলেই রাতারাতি বুদ্ধি বাড়ে না। তবে ব্রাহ্মি শাকের রস, ব্রাহ্মি শাক পরিমাণ মতো খেলে তা মস্তিষ্কের জন্য উপকারী। তবে অতিরিক্ত ব্রাহ্মি শাক খাওয়া ঠিক নয়, তাতে লিভারের ক্ষতি হয়।'
হাল্কা তেতো ব্রাহ্মি শাকের ভরসাতেই এখন করোনা থেকে মস্তিষ্ককে রক্ষা করতে চাইছেন অনেকে৷ বেসরকারি হাসপাতালে কাড়ি কাড়ি টাকা গুনে চিকিৎসা করার চেয়ে, আগেভাগে একটু ব্রাহ্মি রস খেতে ক্ষতি কী, যুক্তি দেখাচ্ছেন অনেকেই।
Arnab Hazra
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।