#নয়াদিল্লি:দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীরে করোনার উপসর্গ মিলেছে ৷ এমন খবর সোমবার ছড়িয়ে পড়েছিল সর্বত্র ৷ অবশেষে স্বস্তির খবর ৷ কেজরিওয়ালের কোভিড রিপোর্ট মঙ্গলবার নেগেটিভ এসেছে ৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী গত বেশ কয়েকদিন ধরেই সর্দি-কাশিতে ভুগছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এরপর হোম কোয়ারেন্টাইনে চলে যান দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তবে মঙ্গলবার রিপোর্টে স্বস্তি ফিরে এসেছে ৷ কোভিড নেগেটিভ কেজরিওয়াল ৷
সর্দি-কাশি, জ্বরের পাশাপাশি গলা খুসখুসের সমস্যাও ছিল কেজরিওয়ালের ৷ যা সবগুলিই করোনার প্রাথমিক উপসর্গ ৷ এরপরই নিজেকে আইসোলেট করে নেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাল খবর ৷ কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে কেজরির ৷
রবিবার দুপুরেও দিল্লির করোনা পরিস্থিতি এবং লকডাউনের নির্দেশিকা নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে। সূত্রের খবর, সেই সাংবাদিক বৈঠকের পরেই জ্বরে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপর ওইদিন রাতেই তাঁর গলা ব্যথাও শুরু হয়। চিকিৎসকরা তাঁকে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। যদিও শেষ পর্যন্ত রাতে আর হাসপাতালে ভর্তি হননি দিল্লির মুখ্যমন্ত্রী। উপসর্গ সামান্য হওয়ায় হোম আইসোলেশনে থাকারই সিদ্ধান্ত নেন তিনি। ডায়াবেটিসের সমস্যাও রয়েছে কেজরিওয়ালের ৷ নিয়মিত ইনসুলিন নিতে হয় তাঁকে ৷