#শিকাগো : দেবযানী ঘটক, কলকাতায় স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর উচ্চশিক্ষার্থে পাড়ি জমান মার্কিন মুলুকে ৷ পড়াশুনো শেষে সেখানেই কাজ আর সংসার দুই সামলাচ্ছেন দক্ষতার সঙ্গে ৷ নাসা ও জন হপকিন্সের প্রাক্তন বিজ্ঞানী এবং বর্তমানে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত দেবযানী, দুই সন্তানের মা ৷ তবে এ কী পরিস্থিতি৷ এরকম আবার হয় নাকি ৷ সাম্প্রতিক করোনা অতিমারিতে সারা বিশ্ব কাঁপছে ৷ প্রাণহানি থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ করাল করোনার গ্রাস থেকে পৃথিবীকে মুক্ত রাখতে চলছে নানারকমের চেষ্টা ৷ বাঁচার লড়াইতে সামিল এখন পৃথিবীর সব মানুষ ৷ এই লড়াইতে সাগরে এপাড় থেকে ওপাড়ের নাগরিক সকলেই এখন সহযোদ্ধা ৷
News18Bangla.com -র জন্য জানালেন নিজের এলাকায় করোনা ভাইরাসের প্রকোপের জেরে পরিস্থিতির কথা ৷ নিউইয়র্কের পাশাপাশি আমেরিকার একাধিক শহরে শুরু হয়েছে মৃত্যু মিছিল ৷ করোনা ভাইরাসের মারণ দাপট থেকে বাঁচতে বাড়ি থেকে না বেরোনোই একমাত্র দাওয়াই ৷ আর সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলেছেন দেবযানীরা ৷ তবে সমস্যা কী শুধুমাত্র এই মারণ ভাইরাসের মোকাবিলা করা না মোটেই তা নয় ৷ এর জেরে একাধিক সামাজিক সমস্যা ভয় পাওয়াচ্ছে ৷ ভয় পাওয়াচ্ছে সমাজকে -প্রশাসনকে ৷ প্রথম বিশ্ব, কিন্তু অর্থের বন্টন তো পৃথিবীর সব জায়গারই ছবি ৷ আর তাই লকডাউনে সেই জনতা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷ করোনার করাল গ্রাসে আমেরিকা, তবে জীবাণু যুদ্ধের পাশাপাশি পিছিয়ে থাকা সমাজের মহিলা ও শিশুদের ওপর বাড়তে চলেছে হেনস্তার ঘটনা , এমনটাই নিজের ভিডিও বার্তায় জানালেন দেবযানী৷
সাগর পাড় থেকে আসা সেই ভিডিও বার্তায় মার্কিন মুলুকের সবরকমের লড়াইয়ের ছবিটাই পরিষ্কার হয়ে যাচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, USA, করোনা ভাইরাস