#মুম্বই: ৪ দিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন স্বাস্থ্যকর্মী৷ করোনা ওয়ার্ডে কাজে নিযুক্ত ছিলেন তিনি৷ শরীর খারাপের জন্য ছুটি চেয়েছিলেন৷ কিন্তু পাননি৷ শেষ পর্যন্ত মৃত্যুই হল তাঁর৷ এই নিয়ে তীব্র ক্ষোভ হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের৷ ঘটনা মুম্বইয়ের কেইম হাসপাতালের৷ হাসপাতালের সামনেই মুখে মাস্ক পরে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকে৷
তবে ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর কারণ করোনা কিনা, তা জানা যায়নি৷ এখনও নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছয়নি৷ মৃতের পরিবারের চাকরি ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন হাসপাতালের অন্য কর্মীরা৷
রবিবার রাতে মারা যান কেইএম হাসপাতালের কর্মী৷ সোমবার রাত থেকে হাসপাতালের মর্গে রাখা হয় তার মরদেহ৷ প্লাস্টিক ব্যাগ ভর্তি দেহে ভরে গিয়েছে হাসপাতালের করিডোর৷ সেই ভয়াবহ ছবি তুলে ধরেন বিক্ষোভরত অন্য কর্মীরা৷
হাসপাতালের মর্গ ভরে গিয়েছে মৃতদেহে৷ তাই একে একে সব মরদেহ হাসপাতালের দোতলায় নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে আবার রয়েছে হাসপাতালের ক্লিনিকল ল্যাব৷ তাই মোটের ওপর হাসপাতালের অবস্থাও অস্বাস্থ্যকর হয়ে রয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের৷
কেইএম হাসপাতালটি একটি সরকারি হাসপাতাল৷ বৃহনমুম্বই কর্পোরেশন দ্বারা চালিত এই হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য চিহ্নিত হয়েছে৷ তবে সেখানে অবস্থা শোচনীয় বলেই অভিযোগ কর্মীদের৷ এর মধ্যে এক কর্মীর মৃত্যু সকলের ক্ষোভ আরও বাড়িয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Death, Mumbai