#নয়া দিল্লি: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেল৷ সোমবারও চিনে মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে৷ সোমবারের পরিসংখ্যান অনুসারে, পৃথিবীর ৬০টি দেশে এখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে৷ আক্রান্তের সংখ্যা প্রায় ৮৮ হাজার৷
চিনের বাইরে রোগের প্রকোপে সর্বাধিক আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়া৷ সোমবারই সেখানে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ৫০০ বেড়ে গিয়েছে৷ সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা চার হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷
China's armed forces have dispatched over 4,000 medical professionals to assist with the battle against coronavirus in Wuhan since Jan. 24 https://t.co/cds7t1rvqR pic.twitter.com/GlQ0D5mcoV
— China Xinhua News (@XHNews) March 2, 2020
বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সমস্ত দেশকেই এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার মতো যথেষ্ট প্রস্তুতি রাখতে পরামর্শ দেওয়া হয়েছে৷ ভারতে নতুন করে করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷ কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, দিল্লিতে ও তেলঙ্গানায় দু’জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷
দক্ষিণ কোরিয়ার পরেই আক্রান্ত দেশের তালিকায় রয়েছে ইতালি৷ ইতালিতে আক্রান্তের সংখ্যা ১৬৯৪৷ এখনও পর্যন্ত সেখানে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ সেই কারণেই ভিয়েতনামে ইতালির বাসিন্দাদের বিনা ভিসায় পর্যটনের সুযোগ আপাতত বন্ধ করেছে সে দেশের প্রশাসন৷ করোনা আতঙ্ক ছড়িয়েছে উত্তর আমেরিকাতেও৷
আমেরিকাতে নতুন করে দু’জন মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে৷ কানাডায় ২৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ এদিকে, অস্ট্রেলিয়াতেও নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে৷ নতুন করে COVID-19 সংক্রমিত হয়েছে ন’জনের শরীরে৷ অন্যদিকে ইরানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫৪-তে পৌঁছে গিয়েছে৷
আক্রান্ত হওয়ার হার কিছুটা কমলেও চিন প্রতিনিয়ত এই ভাইরাসের সঙ্গে লড়াই করছে৷ ২৪ জানুয়ারি থেকে প্রায় চারহাজার স্বাস্থ্য কর্মী করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন৷
ভারতে নতুন করে আক্রান্তের সন্ধান না পাওয়া গেলেও সর্বত্র করোনা ভাইরাস নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন৷ মেঘালয় সরকারের পক্ষ থেকে একটি ভারত মায়ানমার সীমান্তে তৈরি করা হয়েছে একটি করোনা ভাইরাস পরীক্ষালয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Indian