#কলকাতা: করোনায় মৃতের দেহ পড়ে রইল দোকানে! সংক্রমণের ভয়ে ধারেকাচে ঘেঁষল না কেউ!
উল্টোডাঙার গৌরীবাড়ি এলাকার একটি মিষ্টির দোকানের কর্মীর মত্যু হয় করোনায়। তারপর সেই মৃতদেহ পড়ে থাকে দোকানেই! সংক্রমণ ছড়াতে পারে, এই ভয়ে কেউ এগিয়ে আসেনি দেহ সৎকারে। জানা যায়, সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন ব্যক্তি। গত মঙ্গলবার করোনা পরীক্ষা হয় তাঁর, পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বুধবার বিকেলে দোকানেই মৃত্যু হয় ব্যক্তির! তারপর থেকে দোকানেই পড়ে ছিল দেহ।
অনেকটা একইরকম ঘটনা ঘটে গত মাসে হাওড়ায়৷ তবে সেক্ষেত্রে অমানবিকতার পারদ ছিল আরও চড়া৷ করোনা আক্রান্তের মায়ের মৃত্যু হলে ৭ ঘণ্টা বালির বালির হপ্তা বাজার এলাকায় রাস্তায় পড়ে থাকে দেহ৷ করোনায় মৃত্যু হয়েছে, এই সন্দেহে দেহ তোলা হয়নি। ৭ ঘণ্টা পর দেহ উদ্ধার করে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ultadanga corona body