৫০ হাজারের গণ্ডী ছাড়াল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজারে ১২৩ জন। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। এ যাবৎ করোনা প্রাণ নিয়েছে ৩৪ হাজার ৯৬৮ জন ভারতীয় নাগরিকের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৫ লক্ষ ২৮ হাজার ২৪২ জন। গত চব্বিশ ঘণ্টায় শুধু অন্ধ্রপ্রদেশেই আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৩ জন।
মহারষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২১১। চার লক্ষ ছাড়িয়েছে এই রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা। ভারততে করোনা মুক্ত হয়েছেন ১০ লক্ষ ২১ হাজার মানুষ। দেশের মোট করোনা আক্রান্তের ৪৮ শতাংশই দক্ষিণ ভারতের নাগরিক।
Published by:Arka Deb
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।