হোম /খবর /দেশ /
আয় নেই সরকারের, করোনার কারণে স্থগিত হতে পারে ডিএ বৃদ্ধি

আয় নেই সরকারের, করোনার কারণে স্থগিত হতে পারে ডিএ বৃদ্ধি

মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে নরেন্দ্র মোদি। ফাইল চিত্র

মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে নরেন্দ্র মোদি। ফাইল চিত্র

বুধবার সরকারে এই সিদ্ধান্ত কার্যকর হলে তা সরাসরি প্রভাব ফেলবে ৫৪ লক্ষ সরকারি কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগীর অর্থনীতিতে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে পর্যালোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এই বৈঠকই মন্ত্রীগোষ্ঠী প্রস্তাব রাখবে চলতি বছরে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ না বাড়ানোর বিষয়ে।

গত মাসেই কেন্দ্রের তরফে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হয়। নতুন ক্রম অনুসারে ঠিক হয়, ১৭ শতাংশের জায়গায় ২১ শতাংশ ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। কিন্তু করোনার জেরে সরকারী আয় তলানিতে চলে যাওয়া ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করতে চাইছে কেন্দ্র, এমনটাই মত অর্থনীতির পর্যবেক্ষকদের।

সূত্রের খবর, এই অর্থবর্ষেই এই অতিরিক্ত ডিএ প্রদান বন্ধ রাখতে চলেছে কেন্দ্র। পরবর্তী সময়ে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সরকারে এই সিদ্ধান্ত কার্যকর হলে তা সরাসরি প্রভাব ফেলবে ৫৪ লক্ষ সরকারি কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগীর অর্থনীতিতে।

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus, COVID-19, DA, Lockdown