corona virus btn
corona virus btn
Loading

‘‘আমাদের চাই না...!’’ Coronavirus-র পরীক্ষাকেন্দ্রই ভেঙে ফেলল উত্তেজিত জনতা !

‘‘আমাদের চাই না...!’’ Coronavirus-র পরীক্ষাকেন্দ্রই ভেঙে ফেলল উত্তেজিত জনতা !
Representational Image

পরীক্ষাকেন্দ্র গড়তে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চরম বিক্ষোভের মুখে পড়তে হল নির্মানকারীদের ৷

  • Share this:

#আবিদজান: মারণ করোনা ভাইরাস এখন থাবা বসিয়েছে বিশ্বের সর্বত্র ৷ বাদ যাচ্ছে না আফ্রিকার বিভিন্ন দেশও ৷ পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ৷ সেদেশের সরকারের তরফে বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের পরীক্ষাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে ৷ কিন্তু এমনই এক পরীক্ষাকেন্দ্র গড়তে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চরম বিক্ষোভের মুখে পড়তে হল নির্মানকারীদের ৷

উত্তেজিত জনতা শেষপর্যন্ত ভেঙেই ফেলল করোনা ভাইরাসের পরীক্ষার জন্য নির্মীয়মান ভবনটি ৷ সবার একটাই বক্তব্য, ‘‘আমাদের এটা চাই না...৷’’ জানা গিয়েছে, ইয়োপগোন জেলায় করোনা পরীক্ষা কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছিল। সেখানে অন্তত ৫০ লক্ষ মানুষ বসবাস করেন । স্থানীয়দের মতে, করোনা ভাইরাস পরীক্ষার জন্য ওই কেন্দ্রটি তাদের বাড়ির একেবারে কাছে নির্মাণ করা হচ্ছিল। ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা এখন থেকে তাদের বাড়ির পাশেই আনাগোনা করবে ভেবে আতঙ্কিত হয়ে তারা সেটি ভেঙে ফেলেছেন। আইভরি কোস্টে এখনও পর্যন্ত ২৬১ জন আক্রান্ত হয়েছেন করোনায় ৷ মৃত্যু হয়েছে ৩ জনের ৷

First published: April 6, 2020, 7:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर