#কলকাতা: রাজ্যে বাড়ছে করোনার (Corona)প্রকোপ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৮৩ জন আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৭ জনের৷ করোনার দ্বিতীয় ঢেউ (Coronavirus Second Wave) আটকাতে মরিয়া চেষ্টা চলছে প্রশাসনিক স্তরে৷ একদিকে রাজ্যে নির্বাচনী তৎপরতা তুঙ্গে৷ তার মধ্যেই করোনা মোকাবিলায় আগামী ৪৮ ঘণ্টায় স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে সরকারি দফতরে হাজিরার সব নিয়মে লাগাম টানতে প্রস্তুত রাজ্য (Bengal Corona Situation)৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল গুলোকে কোভিড মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)। গত বছর অক্টোবর মাসে করোনা মোকাবিলায় হাসপাতাল গুলিকে যে ভূমিকা নিতে দেখা গিয়েছে, সেই ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই সঙ্গে সরকারি অফিসে আগের মতো অর্ধেক হাজিরার উপর কড়াকড়ি শুরু হয়েছে৷
৫০% সরকারি কর্মচারীদের হাজিরার অর্ডার (50% Attendance Government Office)থাকলেও তাতে একটু শিথিলতা দেখা গিয়েছিল গত কয়েক মাসে। কারণ দেশে এবং রাজ্যে করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসে৷ তবে আবার অতিমারী মাথা চাড়া দিয়ে উঠতেই শুরু হয়েছে বিধিনিষেধে কড়াকড়ি৷ আরও একবার পুরনো রুটিনে ফিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ এবার পুরোপুরি ৫০% হাজিরার ওই অর্ডার বলবৎ করতে চলেছে রাজ্য। তার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি দফতের অর্ডারও জারি করা হয়েছে। সুরক্ষাবিধির স্বার্থে কোনও আপোষ যেন না করা হয়, তার দিকে কড়া নজর রয়েছে৷
আরও পড়ুন COVID19 vaccine: দেশে সাড়ে ৫ দিনের মতো করোনা ভ্যাকসিন মজুদ, চিন্তা নেই বলছে স্বাস্থ্যমন্ত্রক
অন্যদিকে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষও বর্তমান করোনা পরিস্থিতিতে আদালত চত্বরে লোক সমাগত কমাতে চাইছে৷ তাই লকডাউন পরিস্থিতিতে যেভাবে নির্দিষ্ট সংখ্যক মামলা তালিকাভুক্ত করে আইনজীবীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেই নিয়মই আবার ফেরানো ভাবনাচিন্তা শুরু হয়েছে৷
(Input-Somraj Bondopadhya)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19