হোম /খবর /দেশ /
৮৫ লক্ষ বাড়িতে বিনামূল্য রান্নার গ্যাস, কারা কত দিন পাবেন এই সুবিধে

৮৫ লক্ষ বাড়িতে বিনামূল্য রান্নার গ্যাস, কারা কত দিন পাবেন এই সুবিধে

কেন্দ্রের আশ্বাস বুকিংয়ের দু'দিনের মধ্যেই মিলবে রান্নার গ্যাস।

কেন্দ্রের আশ্বাস বুকিংয়ের দু'দিনের মধ্যেই মিলবে রান্নার গ্যাস।

কিন্তু লকডাউনের মধ্যে গ্যাস পৌঁছবে কী করে? কেন্দ্রের তরফে তরফে জানানো হয়েছে, জনতা কার্ফু জারি হওয়ার সময় থেকে একেক দিনে ৫০ লক্ষ গ্যাস পৌঁছে গিয়েছে ক্রেতাদের কাছে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা সংক্রমণে ধস্ত অর্থনীতি। এই সময়ে ক্ষতিগ্রস্থ বিনামূল্য রান্নার গ্যাস পৌঁছে দেওয়া শুরু করল সরকার। কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, মোট ৮৫ লক্ষ পরিবার সরাসরি এই পরিষেবার ফলে উপকৃত হবেন। করোনা সংক্রমণের জেরে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারগুলির জন্য গরীব কল্যান যোজনার অধীনে আগেই এক গুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র। কেন্দ্রের উজ্বলা স্কিমের আওতায় এই যোজনার অধীনেই এলপিজি গ্যাস পৌঁছে যাচ্ছে বাড়িতে বাড়িতে।

করোনা মোকাবিলায় ঘোষিত গরীব কল্যাণ যোজনা অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ , অতিরিক্ত রেশন পাবেন বিপিএল তালিকাভুক্ত মানুষ। পাশাপাশি, এপ্রিল থেকে জুনের মধ্যে তিন বার বিনামূল্যে এলপিজি গ্যাস দেওয়া হবে দারিদ্র সীমার নীচে থাকা ৮৫ লক্ষ মানুষকে। লকডাউনের জেরে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষজনকে কিছুটা সুরাহা দিতেই এই ব্যবস্থা।

মন্ত্রক সূত্রে খবর মোট ১ কোটি ২৬ লক্ষ গ্যাস বুকিং করা হয়েছে এই মাসে। তার মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে আর্থিক ভাবে পিছিয়ে থাকা ৮৫ লক্ষ গ্রাহককে। সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে মোট ২৭ কোটি ৮৭ লক্ষ এলপিজি গ্রহীতা রয়েছেন দেশে। তার মধ্যে উজ্জ্বল যোজনার সুবিধে পান ৮ কোটি মানুষ।

কিন্তু লকডাউনের মধ্যে গ্যাস পৌঁছবে কী করে? কেন্দ্রের তরফে তরফে জানানো হয়েছে, জনতা কার্ফু জারি হওয়ার সময় থেকে একেক দিনে ৫০ লক্ষ গ্যাস পৌঁছে গিয়েছে ক্রেতাদের কাছে। কেন্দ্রের আশ্বাস, গ্যাস বুক করার দু'দিনের মধ্যেই পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঠিকানায়। প্রসঙ্গত করোনা যুদ্ধের এক স্তম্ভ এলপিজি গ্যাস সরবরাহ কর্মীদের জন্যেও আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে তেল উৎপাদন সংস্থাগুলি।

Published by:Arka Deb
First published:

Tags: Corona Virus