Home /News /coronavirus-latest-news /

গঙ্গায় ভাসছে পচা গলা মৃতদেহ, করোনা মৃতদেহ সৎকার না করে এই কীর্তি, আতঙ্ক চরমে

গঙ্গায় ভাসছে পচা গলা মৃতদেহ, করোনা মৃতদেহ সৎকার না করে এই কীর্তি, আতঙ্ক চরমে

গঙ্গাবক্ষে মৃতদেহ, চার সপ্তাহের মধ্যে দিতে হবে রিপোর্ট প্রতীকী ছবি

গঙ্গাবক্ষে মৃতদেহ, চার সপ্তাহের মধ্যে দিতে হবে রিপোর্ট প্রতীকী ছবি

এই মৃতদেহ নিয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে৷

 • Share this:

  #পটনা: পচা, গলা মৃতদেহের সারি - বিহারের বক্সারের কাছে গঙ্গায় এই দৃশ্য দেখে এলাকায় আতঙ্কের শিহরণ বয়ে যায়৷ দেশে করোনা সংক্রমণ কতটা মারাত্মক গভীরে এবং কতটা সুবিস্তৃত হয়েছে এদিনের এই ছবি তারই প্রমাণ৷ একটি -দু‘টি নয় চল্লিশটিরও বেশি এরকম পচা গলা শরীর গঙ্গার জলে ভাসমান অবস্থায় দেখে শিউরে ওঠে সকলে৷ বিহারের উত্তরপ্রদেশ সংলগ্ন সীমানার কাছে চাউসা টাউনের ঘটনা৷ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়৷

  সকালে ঘুম থেকে উঠেই এই ছবি দেখতে পান৷ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ স্থানীয় প্রশাসনের দাবি এই মৃতদেহ গুলি উত্তর প্রদেশ থেকে ভেসে এসেছে৷ প্রশাসনের ধারণা বিভিন্ন কোভিড আক্রান্তদের মৃতদেহ যা তাদের পরিবার দাহ করতে কিম্বা শেষকৃত্য করতে পারেননি তারাই ভাবে নিজের পরিজনের মৃতদেহ গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছে৷

  চাউসা জেলার জেলা আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ‘‘ ৪০ -৪৫ টি মৃতদেহ ভাসছিল৷ ’’এই ভয়াবহতার দৃশ্য দেখা যায় চাউসা-র মহাদেব ঘাটের কাছে৷ আধিকারিকের দাবি এই দেহগুলির কবর কিম্বা দাহ কার্য না করতে পেরে এইভাবে তা নদীতে ছুঁড়ে ফেলা হয়েছিল৷ স্থানীয় মানুষের কথায় একশো-র কাছাকাছি মৃতদেহও থাকতে পারে৷

  আরেক আধিকারিক  কেকে উপাধ্যায় জানিয়েছেন, ‘‘এই পচা গলা দেহগুলি অন্তত পাঁচ দিন থেকে সাতদিন আগে নদীতে ভাসানো হয়েছিল৷ ’’ তিনি জানিয়েছেন পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ উত্তরপ্রদেশ থেকেই এই মৃতদেহ ভাসানো হয়েছে তারা নিশ্চিত৷ তাদের ধারণা বারাণসী কিম্বা এলাহাবাদ থেকে এই দেহ ভাসানো হয়েছে৷

  তিনি আরও জানিয়েছেন, ‘‘আমাদের এখানে এভাবে মৃতদেহ ভাসিয়ে দেওয়ার নিয়মের প্রচলন নেই৷ ’’

  এভাবে নদী দিয়ে মৃতদেহ ভেসে আসায় সংক্রমণের ভয় তুঙ্গে উঠেছে৷ মৃতদেহ দেখে নদীর কাছে ভিড় জমায় কুকুরের দল৷ আশঙ্কা করা হচ্ছে এরপর এলাকায় করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাবে৷ মানুষের মধ্যে এই আতঙ্কের আবহ দূর করতে মৃতদেহ মাটিতে কবরস্থ করার ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন৷

  এই মৃতদেহ পরিষ্কার করার জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে৷ এই মৃতদেহ নিয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে৷ এর আগে শনিবার যমুনায় অর্ধেক দাহ হওয়া শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Coronavirus

  পরবর্তী খবর