#কলকাতা: এ বার একটি ক্লিকেই হাসপাতালে চিকিত্সাধীন করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা সম্পর্কিত যাবতীয় তথ্য মিলবে৷ আজ অর্থাত্ সোমবার কোভিড পেশেন্ট ম্যানেজেন্ট সিস্টেমের আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা জানান, কোভিড পেশেন্ট ম্যানেজেন্ট সিস্টেম আপাতত রাজ্যের তিনটি হাসপাতালে চালু করা হয়েছে৷ সেগুলি হল, বাঙুর, কলকাতা মেডিক্যাল কলেজ ও চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল৷ এক সপ্তাহের মধ্যে ৮৪টি হাসপাতালে এই পরিষেবা চালু হয়ে যাবে৷
এই নয়া সিস্টেমে এক ক্লিকেই পাওয়া যাবে রোগীর যাবতীয় তথ্য। হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের জন্য গভীর উদ্বেগে থাকেন রোগীর বাড়ির লোকেরা। এখন থেকে রোগীর প্রতি মুহূর্তের আপডেট পেতে ক্লিক করতে হবে www.wbhealth.gov.in এ । জানতে পারা যাবে রোগীর চিকিৎসার যাবতীয় খুঁটিনাটি ।
বর্তমানে রাজ্যে ৫ হাজার ১৩৭ জন কোভিড আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যের হাসপাতালগুলিতে ভেন্টিলেটর নির্ভরতা কমাতে হাই ফ্লো ন্যাশনাল ক্যানুলা চালু করছে রাজ্য স্বাস্থ দফতর।
মমতা এ দিন বলেন, 'করোনা আক্রান্ত বহু মানুষ বাড়ি থেকেই সুস্থ হয়ে যাচ্ছেন৷ ৮৯ শতাংশ মানুষ বাড়িতে সুস্থ হচ্ছেন৷ যাঁদের বাড়াবাড়ি হচ্ছে, তাঁরা হাসপাতালে ভর্তি৷ একান্তই যাঁদের বাড়িতে আইসোলেশনে থাকার মতো ব্যবস্থা নেই, তাঁদের আমরা সেফ হোমে রাখছি৷'
SOURAV GUHA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus