#নয়াদিল্লি: দেশে তাণ্ডব চলছে মারণ ভাইরাস করোনার ৷ লকডাউনের মধ্যে অনেকেই অনেক সমস্যার মধ্যে রয়েছেন ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে তাই ট্যুইটারের মাধ্যমে চালু করা হল ‘COVID India Seva’ ৷ যাতে দেশের এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা সহজ হয় ৷ দেশের যে কোনও মানুষ নিজের সমস্যা বা কোনও প্রশ্ন করতে পারেন @HYPERLINK"https://twitter.com/searchq=%40CovidIndiaSeva&src=typed_query"CovidIndiaSeva-এ ট্যুইট করে ৷
Launched @CovidIndiaSeva to respond to citizens' queries in real time ❗️
Experts will share authoritative public health information reg #COVIDー19 swiftly at scale, helping to build a direct channel for communication with citizens. Post your queries!#CovidIndiaSeva @PMOIndia pic.twitter.com/9dPKh9Qklc — Dr Harsh Vardhan (@drharshvardhan) April 21, 2020
এর মাধ্যমে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের যে কোনও প্রশ্নের উত্তর দিতে পারবেন প্রায় সঙ্গে সঙ্গেই ৷ দেশের নাগরিকদের সঙ্গে লকডাউনের মধ্যে যোগাযোগ করা আরও দ্রুত সম্ভব হবে ৷ নিজের প্রশ্ন বা কোভিড-১৯ সংক্রান্ত যে কোনও সমস্যার কথা নাগরিকরা জানাতে পারেন @CovidIndiaSeva-এ ট্যুইট করে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন নিজের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে ‘COVID India Seva’-র বিষয়টি শেয়ার করেন ৷ এর মাধ্যমে অনেক দ্রুত দেশের নাগরিকদের সঙ্গে করোনা সংক্রান্ত যে কোনও সমস্যায় যোগাযোগ করা সম্ভব ৷
Welcome to #CovidIndiaSeva ,an interactive platform set-up by @MoHFW_India for citizen engagement on #COVID19, which will answer public queries and enable E-Governance.
To be better informed on #COVID19Pandemic or to have your concerns answered, send us a tweet @CovidIndiaSeva ! https://t.co/TpNjr5Oe4X — Covid India Seva (@CovidIndiaSeva) April 21, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID India Seva