#কলকাতা: কোভিড ১৯-এর ভ্যাকসিন আবিষ্কার নিয়ে যে দেশ অনেকটা এগিয়ে গিয়েছে বলে খবর মিলেছিল এক সময়ে, সেই রাশিয়ার ফার ইস্টার্ন ফেডেরাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাঁদের জাপানি সহকর্মীদের সঙ্গে গবেষণার পর প্রকাশ্যে নিয়ে এসেছেন এই উদ্বেগজনক তথ্যটি! তাঁরা দাবি করছেন যে সার্স-কভ-১৯ অর্থাৎ যে ভাইরাসের কারণে কোভিড ১৯-এর সংক্রমণের মুখে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব, তা আমাদের শরীরের অভ্যন্তরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকাকে শুধু নষ্টই করে দেয় না, পাশাপাশি নতুন লোহিত রক্তকণিকা তৈরি করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতার জন্ম দেয়।
আর ঠিক এই জায়গা থেকেই যাঁদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম, তাঁদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে। হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকা বা শরীরে আয়রনের ঘাটতি আদতে লোহিত রক্তকণিকার সংখ্যা কমের দিকেই নির্দেশ করে। অর্থাৎ তা যদি কম থাকে, তা হলে স্বাভাবিক ভাবেই রোগীর শরীর এই ভাইরাসের সঙ্গে যুঝে উঠতে সমস্যার মুখে পড়বে। পাশাপাশি আশঙ্কা ডেকে আনবে নতুন লোহিত রক্তকণিকা তৈরি না হওয়া!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Hemoglobin