#বেঙ্গালুরু: করোনায় মৃত ব্যক্তিদের শবের সঙ্গে অসম্মানজনক ব্যবহার! প্রায় ৫০০ মিটার টেনে হিঁচড়ে মাটিতে ঘষটে ঘষটে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদের নিথর শরীর ৷ এবারও ঘটনাস্থল কর্ণাটক ৷ ফের আরও এক ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে করোনায় মৃতদের প্রতি অমানবিক ঘটনা৷ সম্প্রতি কর্ণাটকের বল্লারিতে একই গর্তে একের পর এক করোনায় মৃতদের দেহ ছুড়ে ফেলে কবর দেওয়ার ছবি সামনে এসেছিল ৷
এদিন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, করোনায় মৃতদের দেহ যেমন ব্যাগে মুড়ে দেওয়া হয়, তেমনই একটি শবদেহের ব্যাগ পিপিই পরে থাকা কয়েকজন ব্যক্তি মাটিতে ঘষটে টেনে হিঁচড়ে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ৷ অনুমান করা হচ্ছে, পিপিই পরিহিত ব্যক্তিরা স্বাস্থ্যকর্মী, কারণ করোনায় মৃত্যু হলে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা ছাড়া কেউ মৃতদেহ ছুঁতে পারেন না ৷ এই মর্মান্তিক ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ ৷ দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন তারা ৷
জানা গিয়েছে, করোনায় মৃতদের কবরের জন্য নির্দিষ্ট করা জায়গার পাশে যে গ্রাম রয়েছে সেখানকার বাসিন্দারা মৃতদেহ কবরের কাজে আপত্তি জানায়, তখন স্বাস্থ্যকর্মীরা মৃতদেহগুলি টেনে হিঁচড়ে গ্রামের বাইরে নিয়ে যান ৷ কিন্তু এই প্রক্রিয়ায় মৃতদের প্রতি যে অসম্মানজনক ব্যবহার করা হয়েছে তা নিন্দনীয় ৷ সেখানকার ডিএম এম কুলরমা রাও ইতিমধ্যেই এই ঘটনায় দায়িত্বে থাকা কর্মীদের শোকজ নোটিস পাঠিয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই রাজ্যজুড়ে নিন্দের ঝড় উঠেছে এবং ঘটনায় তদন্তের দাবি জানানো হয়েছে ৷
This is how #COVID19 patients' dead bodies were treated in #Karnataka. A #COVID19 patient's dead body was dragged more than 200 meters at #Yadgir district in #Karnataka.#KarnatakaCovidHorror pic.twitter.com/mTN9Mbj18K
— Balakrishna - The Journalist (@Balakrishna096) July 2, 2020
এর আগে কর্ণাটকের বল্লারির ভাইরাল ভিডিও-এর ঘটনায় জেলার শীর্ষ আধিকারিক তৎক্ষণাৎ তদন্তের নির্দেশ দেন ৷ সেখানে দেখা গিয়েছিল, কবরের জন্য মাত্র একটি গর্ত খুঁড়ে করোনায় মৃত ৮ জনের দেহ একের পর এক ছুঁড়ে তার মধ্যে ফেলা হয় ৷
কর্ণাটকে বেড়েই চলেছে সংক্রমণ ৷ বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৬,৫১৪ ৷ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৭২ ৷ স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে রাজ্যে এখনও করোনায় ২৫৩ জনের মৃত্যু হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Deadbody of corona patients, Viral Video of Karnataka