#তিরুয়নন্তপুরম: এবার কেরলে বিনামূল্যে করোনার ভ্যাকসিনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনাইরাই বিজয়ন৷ শনিবার তিনি এই ঘোষণা করেন৷ এর আগে অসম, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরিতে বিনামূল্যে করোনা ভ্যাকসিনের কথা ঘোষণা করা হয়েছে৷ এবার সেই তালিকায় যুক্ত হল কেরলও৷ কেরলে ৫হাজার করোনা সংক্রমণ হয়ে চলেছে প্রতিদিন৷ তার মধ্যে মুখ্যমন্ত্রী বিজয়নের এই ঘোষণা নিঃসন্দেহে সাধারণ নাগরিকদের স্বস্তি দিচ্ছে৷
শনিবার কেরলে ৫৯৪৯ করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছছে ৬০০২৯৷ ১ দিন মৃত্যুর সংখ্যা ৩২৷ মৃত্যু হয়েছে মোট ২৫৯৪জনের৷ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদন সংস্থা সিরম ইনস্টিটিউট গণহারে উৎপাদন শুরু করেছে এবং মজুত করছে অ্যাস্ট্রজেনঙ্কা কোভিশিল্ডের শট৷ অন্যদিকে ভারত বায়োটেক ও জ্যাডাস ক্যাডিলা তাদের ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে৷
গত মাসে রাশিয়ার RDIF-র সঙ্গে হেটেরো গাঁটছড়া বেঁধেছে ১০ কোটি রাশিয়ান স্পুটনিক ডোজে প্রতি বছর ভারতে উৎপাদনের বিষয়ে৷
আপাতত ফাইজার, অ্যাস্ট্রজেনঙ্কা এবং ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন ভারেত অনুমোদনের অপেক্ষায়৷
করেলের মুখ্যমন্ত্রী জানান যে, প্রতিটি রাজ্যের জন্য কত সংখ্যক টিকার ডোজ মিলবে, তা কেন্দ্র বিবেচনা করবে৷ এরই পাশাপাশি তিনি জানান যে, কেরলে করোনার সংক্রমণের সংখ্যা কমছে৷ যা খুবই ইতিবাচক৷ তবে পুরভোট চলছে, তারপর সেই সংখ্যাটা বৃদ্ধি পায় কিনা, তার দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Vaccine, Coronavirus