• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • কোভিড ভ্যাকসিন নেওয়ার বিরল ছবি, নার্সের স্পর্শে দেখুন কী হাল!

কোভিড ভ্যাকসিন নেওয়ার বিরল ছবি, নার্সের স্পর্শে দেখুন কী হাল!

যতবারই তাঁকে স্পর্শ করা হচ্ছে, ততবারই সুড়সুড়ি লাগার কারণে লাফিয়ে উঠছেন পুলিশকর্মী। আর হাসতে থাকায় তাঁর শরীর কেঁপে যাওয়াতে কিছুতেই তাঁকে টিকা দিতে সফল হচ্ছেন না নার্স!

যতবারই তাঁকে স্পর্শ করা হচ্ছে, ততবারই সুড়সুড়ি লাগার কারণে লাফিয়ে উঠছেন পুলিশকর্মী। আর হাসতে থাকায় তাঁর শরীর কেঁপে যাওয়াতে কিছুতেই তাঁকে টিকা দিতে সফল হচ্ছেন না নার্স!

যতবারই তাঁকে স্পর্শ করা হচ্ছে, ততবারই সুড়সুড়ি লাগার কারণে লাফিয়ে উঠছেন পুলিশকর্মী। আর হাসতে থাকায় তাঁর শরীর কেঁপে যাওয়াতে কিছুতেই তাঁকে টিকা দিতে সফল হচ্ছেন না নার্স!

 • Share this:

  #নাগাল্যান্ড : এখন নেটদুনিয়ার প্রায় অনেকটাই দখল করে ঘোরাফেরা করছে করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি, ভিডিও, মিম। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সেইসব ভিডিও। কোথাও আশি বছরের বৃদ্ধকে দেখা গেল লম্বা পথ বাইক চালিয়ে ভ্যাকসিন সেন্টারে পৌঁছতে, আবার কাউকে দেখা গেল ভ্যাকসিন নিয়ে ভাঙড়া নাচতে। তবে নতুন এই ভিডিওটি রীতিমত বিরল| যা দেখে হাসতে হাসতে খুন হওয়ার হাল নেটিজেনদের।

  অনেক হোমড়া চোমড়া ব্যক্তিদেরই দেখা যায় ভ্যাকসিন নিতে গিয়ে সূচের ভয়ে কাঁটা হয়ে থাকতে। কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যিনি কিনা জড়োসড়ো নার্সের স্পর্শের ভয়ে! অথচ তেমনটাই দেখা গেল নাগাল্যান্ডের এক পুলিশকর্মীর টিকা নেওয়ার ভিডিওতে| নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এই মজাদার ভিডিওটি শেয়ার করেছেন আইপিএস অফিসার রূপিন শর্মা। আর শেয়ার করা মাত্র ভিডিওচিত্রটি ব্যাপকহারে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

  ভিডিওতে দেখা যায় এক পুলিশকর্মী করোনা টিকা নিতে বসেছেন। তাঁর চারপাশে বেশ কয়েকজন নার্সও রয়েছেন। যাঁরা তাঁকে টিকা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সফল হতে পারছেন না। একজন নার্স একটি তুলোর সাহায্যে ওই পুলিশকর্মীর হাতের টিকাদানের স্থানটিকে পরিষ্কার করতে গেলেই, লাফিয়ে হেসে উঠছেন ওই পুলিশকর্মী।

  যতবারই তাঁকে স্পর্শ করা হচ্ছে, ততবারই সুড়সুড়ি লাগার কারণে লাফিয়ে উঠছেন পুলিশকর্মী। আর হাসতে থাকায় তাঁর শরীর কেঁপে যাওয়াতে কিছুতেই তাঁকে টিকা দিতে সফল হচ্ছেন না ওই নার্স। এমনকি অন্য এক নার্স তাঁকে ধরে রাখার চেষ্টা করেও বিফল হচ্ছেন। যেই ওই পুলিশকর্মীর হাত স্পর্শ করা হচ্ছে, তখনই তিনি হেসে গড়িয়ে পড়ার উপক্রম। এই অবস্থায় আসেপাশের মানুষই বা না হেসে কী করেন। ওই পুলিশ কর্মীর হাসি দেখে মজা পাচ্ছেন নার্স ও তাঁদের সঙ্গী সাথিরাও।

  এই মজাদার দৃশ্যের ভিডিও স্যোশাল প্ল্যাটফর্মে শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। যা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে নেটিনাগরিকদের। হাস্যকর এই ভিডিও দেখে মজার মজার কমেন্ট ও করেছেন নেটিজেনদের অনেকেই। কেউ কেউ দিয়েছেন হাসির ইমোজি। তবে শেষ পর্যন্ত ওই পুলিশ কর্মীকে টিকা দেওয়া গিয়েছিল কিনা, সেবিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

  Published by:Sanjukta Sarkar
  First published: