#নয়া দিল্লি: ক্রস কন্টামিনেশনের ফলে গ্লাভস পরলেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে যে কোনও সময়। এমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। নার্সের করা সেই যুক্তিপূর্ণ ভিডিও দেখে আঁতকে উঠছেন অনেকে। কারণ, গ্লাভস পরলেও এই ভূল গুলো তাঁরা বারবার করেছেন। ফলে রোগে আক্রান্ত হওয়ার বিষয়টা তাঁদের মধ্যেও রয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই কর্তব্যরত নার্স হাতে গ্লাভস পরে সাধারণ মানুষের মতোই বোঝাচ্ছেন পুরো বিষয়টি। আর পাঁচ জন মানুষের মতো তিনি গ্লাভস পরে নিয়েছেন হাতে। তারপর ব্যাক্টিরিয়ার ছোঁয়াচ বোঝাতে হাতে রং লাগিয়েছেন। আর সেই রং যেখানে যেখানে লাগছে, সেখানে সেখানেই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে উদাহরণ হিসাবে ধরে নিচ্ছেন তিনি।
আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, অভ্যাসের কারণে অজান্তেই সাধারণ মানু্ষ ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন শরীরের নানা অংশে। আর সবচেয়ে ঘাতক হচ্ছে মোবাইল ফোনটি। কারণ বাইরে থেকে আমরা সেই মোবাইলেই খালি হাতে হাত দিচ্ছি, যেটি বাইরে থাকাকালীন গ্লাভস পরে হাত দিয়েছিলাম। ফলে সহজে রোগ আরও ছড়িয়ে পড়ছে। তাই এই ভিডিও করে সতর্ক করে দিতে চেয়েছেন এই নার্স।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Crosscontamination