#নয়াদিল্লি: একদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৩৯। মৃত অন্তত ২৫০ জন। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত হতে পারে, অনুমান সরকারি উচ্চপদস্থ কর্তদারে।
ইতিমধ্যেই দেশের কোন জেলাগুলি করোনার হটস্পট তা চিহ্নিতকরণ হয়ে গিয়েছে। সূত্রের খবর যে অঞ্চলগুলিতে করোনার অভিঘাত তেমন পড়েনি, সেখানে লকডাউনেক ক্ষেত্রে বিধিনিষেধে কিছু ছাড় মিলতে পারে। এ বিষয়ে সব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
রাজস্থানের এসডিএম টিনা দাবি জানাচ্ছেন, হটস্পটগুলিতে আরও বেশি মানুষের নমুনা পরীক্ষা হবে। সেখানে লকডাউন আরও জোরদার করা হবে। টিনা জানাচ্ছেন, এই ভিলওয়ারা মডেল না নিলে ইতালির চেহারা নিতে পারে ওই অঞ্চলগুলি।
পর্যবেক্ষকদের মত, রাজ্যগুলিতে কোন অঞ্চলে কতটা বিধিনিষেধ শিথিল হবে, তা রাজ্যগুলির ওপরেই ছাড়তে চায় কেন্দ্র। এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার সকাল ১১ টায়। নরেন্দ্র মোদির সঙ্গে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে স্থির করবেন লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার অঞ্চলভিত্তিক স্ট্র্যাটেজি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus