#গুয়াহাটি: একদিনে রেকর্ড সংখ্যায় সংক্রমণ ! দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় তিন হাজার ছুঁই ছুঁই ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্র এবং কেরল, এই দুই রাজ্যে ৷ তবে ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস ৷
করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ৷ অসমে এখন আক্রান্তের সংখ্যা সবমিলিয়ে ২৫ জন ৷ নিজামুদ্দিন ফেরত আরও একজনের দেহে করোনা সংক্রমণের রিপোর্ট পজিটিভ বেরিয়েছে ৷ জানা গিয়েছে, আক্রান্ত ২৫ জনের মধ্যে ২৪ জনই হলেন নিজামুদ্দিন ধর্মীয় সভা ফেরত ৷ অন্যদিকে মণিপুরেও ২, মিজোরামে ৪ এবং অরুণাচল প্রদেশে আক্রান্তের সংখ্যা ১ ৷ ত্রিপুরা, সিকিম এবং মেঘালয়, এই তিন রাজ্য আপাতত করোনা মুক্ত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Coronavirus