#ত্রিশূর: ২১ দিনের লকডাউনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া সব কিছু বন্ধ ৷ শাক-সবজি, চাল-ডাল থেকে শুরু করে মাছ-মাংস, ডিম, ওষুধেরই যেখানে আকাল দেশজুড়ে, সেখানে মদ কিনতে পাওয়াটা তো ‘অ্যালকোহলিক’দের কাছে এখন স্বপ্ন ৷ কিন্তু একদিন, দু’দিন, তিন দিন.... যারা রোজ নিয়মিত মদ্যপান করেন, তাদের যে এই সময়টা খুবই অসুবিধা হচ্ছে ৷ তা আর বলার অপেক্ষা রাখে না ৷
কিন্তু চাইলেই বা পাবেন কোথায় ৷ সব মদের দোকান তো বন্ধ ৷ কিছু কিছু যেগুলো কিছু সময়ের জন্য খুলছে. তাতে ভিড় উপচে পড়ছে ৷ চুপি চুপি অনেকের বাড়িতে অবশ্য পৌঁছে যাচ্ছে হুইস্কি, রাম, ভদকাও ৷ কিন্তু এসবের মধ্যেই মদ না পেয়ে আত্মহত্যার পথই বেছে নিলেন কেরলের ৩৮ বছরের এক ব্যক্তি ৷ ত্রিশূরের থাবানুরের কুন্নামকুলাম এলাকায় শুক্রবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি বলে জানা গিয়েছে ৷ মৃত ব্যক্তির নাম কে সানোজ ৷ এলাকায় অঙ্কন শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ নিজের ঘরেই এদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সানোজ, শুধুমাত্র মদ না পাওয়ার দুঃখে ৷
Kerala: 38-year-old daily wage labourer commits 'suicide', allegedly frustrated over not getting liquor following #coronavirus #lockdown and after struggling with withdrawal symptoms
— Press Trust of India (@PTI_News) March 27, 2020
সানোজের ভাই জানিয়েছেন, গত দু’দিন ধরে মদ কিনতে পারছিলেন না তাঁর দাদা ৷ হন্যে হয়ে খুঁজেও কোথাও মদ জোগাড় করতে পারেননি তিনি ৷ এরপর বৃহস্পতিবার রাত থেকেই বাড়িতে তাণ্ডব শুরু করেন সানোজ ৷ তারপরই তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷ কেরলের আবগারী দফতরের তরফে বলা হয়েছে, ওই রাজ্যে প্রায় ৩০ শতাংশ মানুষ অ্যালকোহলিক ৷ তাদের পক্ষে এভাবে হঠাৎ করে মদ না পাওয়াটা এখন অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়াচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19 lockdown