#মুম্বই: করোনা ভাইরাস সংক্রমণ সারা দেশে লাফিয়ে লাাফিয়ে বাড়ছে ৷ দেশের পাঁচটি শহরে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর ৷ এই তালিকায় এক নম্বরে দেশের বাণিজ্য নগরী মুম্বই ৷ ইতিমধ্যেই মুম্বইয়ের স্বাস্থ্য পরিষেবার ওপর প্রবল চাপ তৈরি হয়েছে ৷ ইতিমধ্যেই এই মহানগরীর ৯৯ শতাংশ আইসিইউ ভর্তি হয়ে গেছে ৷ পাশাপাশি ৯৪ শতাংশ ভেন্টিলেটর ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে ৷ বৃহন্মুম্বই মহানগর পালিকা (BMC) করোনা মহামারীর ওপর একটি পরিসংখ্যান দিয়েছে ৷ তাতে জানা যাচ্ছে মুম্বইতে মোট আইসিইউ বেডের আর ১৪ টি মাত্র খালি আছে ৷ বাকিটা পুরোটাই ভর্তি ৷
ভেন্টিলেটরের অবস্থাও অনেকটাই এরকম ৷ সারা শহরে মোট ৫৩০ টি ভেন্টিলেটর মেশিন ছিল ৷ যার ৪৯৭ টি এই মুহূর্তে ব্যবহার হচ্ছে ৷ খালি ৩৩ টি এখনও খালি রাখা হয়েছে ৷
এদিকে মুম্বইতে অক্সিজেন বেড রয়েছে ৫২৬০ টি ৷ যার মধ্য ৩৯৮৬ টি অর্থাৎ ৭৬ শতাংশ বেড ব্যবহার হচ্ছে ৷ খালি অক্সিজেন বেডের সংখ্যা ১২৭৪ টি ৷ অ্যাডিশনার মিউনিসিপ্যাল কমিশনার অশ্বিনী ভিড়ে এই ট্যুইট করেছেন ৷
মুম্বইয়ে একদিনে নতুন করে করোনা সংক্রমণের ১৩৮৩ টি কেস সামনে এসেছে ৷ একদিনে মৃত্যুর সংখ্যা ৬৯ ৷ এর ফলে মোট মুম্বইতে সংক্রমিতের সংখ্যা ৫৬৭৪০ ৷ শুধু মুম্বইতে করোনায় মৃত্যু হয়েছে ২১১১ জনের ৷ বিএমসি এই পরিসংখ্যান সামনে এনেছে ৷ এর আগে করোনা সংক্রমণের কেস ২৫ দিনে দ্বিগুণ হলেও সেই অনুপাত ২.৭৬ শতাংশ কমেছে ৷
Today's active #COVID19 positive cases within @mybmc are 28163 and total discharged cases are 25152. And here is Mumbai COVID19 status of yesterday 11th June. Doubling rate is now 25 days and average daily growth rate has gone down to 2.76%. pic.twitter.com/wLYJUJtVql
— Ashwini Bhide (@AshwiniBhide) June 12, 2020
এদিকে মহারাষ্ট্রে গত চব্বিশ ঘণ্টায় ৩৪২৭ টি কেস সামনে এসেছে ৷ এর মধ্যে ১১৩ জনের মৃত্যু হয়েছে ৷ এর ফলে গোটা মহারাষ্ট্রে মোট সংক্রমিতের সংখ্যা ১০৪৫৬৮ আর মোট মৃত্যু হয়েছে ৩৮৩০ জনের ৷
মহারাষ্ট্রের শুধুমাত্র ১২৩৩ জন পুলিশ কর্মী এই মুহূর্তে করোনা আক্রান্ত ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Maharastra, Mumbai