হোম /খবর /দেশ /
মারাত্মক অবস্থা মুম্বইয়ের, আইসিইউয়ের ৯৯% ও ভেন্টিলেটরের ৯৪% ভর্তি

মারাত্মক অবস্থা মুম্বইয়ের, আইসিইউয়ের ৯৯% ও ভেন্টিলেটরের ৯৪% ভর্তি

Photo- Representattive

Photo- Representattive

করোনা ভাইরাস সংক্রমণ সারা দেশে লাফিয়ে লাাফিয়ে বাড়ছে ৷ দেশের পাঁচটি শহরে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর ৷ এই তালিকায় এক নম্বরে দেশের বাণিজ্য নগরী মুম্বই

  • Last Updated :
  • Share this:

#মুম্বই:  করোনা ভাইরাস সংক্রমণ সারা দেশে লাফিয়ে লাাফিয়ে বাড়ছে ৷ দেশের পাঁচটি শহরে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর ৷ এই তালিকায় এক নম্বরে দেশের বাণিজ্য নগরী মুম্বই ৷ ইতিমধ্যেই মুম্বইয়ের স্বাস্থ্য পরিষেবার ওপর প্রবল চাপ তৈরি হয়েছে ৷ ইতিমধ্যেই এই মহানগরীর ৯৯ শতাংশ আইসিইউ ভর্তি হয়ে গেছে ৷ পাশাপাশি ৯৪ শতাংশ ভেন্টিলেটর ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে ৷ বৃহন্মুম্বই মহানগর পালিকা (BMC)  করোনা মহামারীর ওপর একটি পরিসংখ্যান দিয়েছে ৷ তাতে জানা যাচ্ছে মুম্বইতে মোট আইসিইউ বেডের আর ১৪ টি মাত্র খালি আছে ৷ বাকিটা পুরোটাই ভর্তি ৷

ভেন্টিলেটরের অবস্থাও অনেকটাই এরকম ৷ সারা শহরে মোট ৫৩০ টি ভেন্টিলেটর মেশিন ছিল ৷ যার ৪৯৭ টি এই মুহূর্তে ব্যবহার হচ্ছে ৷ খালি ৩৩ টি এখনও খালি রাখা হয়েছে ৷

এদিকে মুম্বইতে অক্সিজেন বেড রয়েছে ৫২৬০ টি ৷ যার মধ্য ৩৯৮৬ টি অর্থাৎ ৭৬ শতাংশ বেড ব্যবহার হচ্ছে ৷ খালি অক্সিজেন বেডের সংখ্যা ১২৭৪ টি ৷ অ্যাডিশনার মিউনিসিপ্যাল কমিশনার অশ্বিনী ভিড়ে এই ট্যুইট করেছেন ৷

মুম্বইয়ে একদিনে নতুন করে করোনা সংক্রমণের ১৩৮৩ টি কেস সামনে এসেছে ৷ একদিনে মৃত্যুর সংখ্যা ৬৯ ৷ এর ফলে মোট মুম্বইতে সংক্রমিতের সংখ্যা ৫৬৭৪০ ৷ শুধু মুম্বইতে করোনায় মৃত্যু হয়েছে ২১১১ জনের ৷ বিএমসি এই পরিসংখ্যান সামনে এনেছে ৷ এর আগে করোনা সংক্রমণের কেস ২৫ দিনে দ্বিগুণ হলেও সেই অনুপাত ২.৭৬ শতাংশ কমেছে ৷

এদিকে মহারাষ্ট্রে গত চব্বিশ ঘণ্টায় ৩৪২৭ টি কেস সামনে এসেছে ৷ এর মধ্যে ১১৩ জনের মৃত্যু হয়েছে ৷ এর ফলে গোটা মহারাষ্ট্রে মোট সংক্রমিতের সংখ্যা ১০৪৫৬৮ আর মোট মৃত্যু হয়েছে ৩৮৩০ জনের ৷

মহারাষ্ট্রের শুধুমাত্র ১২৩৩ জন পুলিশ কর্মী এই মুহূর্তে করোনা আক্রান্ত ।

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus, Maharastra, Mumbai