corona virus btn
corona virus btn
Loading

Coronavirus| মশা থেকে করোনা ভাইরাস ছড়ায় না, জানাল স্বাস্থ্যমন্ত্রক

Coronavirus| মশা থেকে করোনা ভাইরাস ছড়ায় না, জানাল স্বাস্থ্যমন্ত্রক
photo source collected

মশা সব রোগের বাহক নয়। মশা থেকে অবশ্যই ডেঙ্গু হতে পারে কিন্তু করোনা ভাইরাস কোনওভাবেই মশা থেকে ছড়াবে না।

  • Share this:

#নয়া দিল্লি: সারা বিশ্বে এখন করোনা আতঙ্ক। মানুষ করোনার জন্য গৃহবন্দি হয়ে রয়েছেন । ভারত সরকার ২১ দিনের জন্য গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। করোনা ভাইরাস ছোঁয়াচে। একজনের থেকে আর এক জনের দেহে ছড়িয়ে পড়তে পারে অনায়াসেই। সেই জন্যই মানুষকে গৃহবন্দি করে এই ভাইরাসের মোকাবিলা করার চেষ্টা চলছে। তার মধ্যেই গুজব রটেছে যে এই ভাইরাস মশা থেকেও ছড়ায় । মশার কামড়েও হতে পারে এই ভাইরাস এমনটা অনেকেই বলছে। যার ফলে মানুষের মনে আতঙ্ক আরও বাড়ছে।

তবে ভারতের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, 'করোনা ভাইরাস মশার কামড়ে বা মশা থেকে ছড়ায় না।" পিটিআই এই তথ্যের উপর নির্ভর করে খবর করেছে। পিটিআই তাঁদের ট্যুইটার পেজেও জানিয়েছে এই তথ্য। সিডিসি রিসার্চ বলছে মশা সব রোগের বাহক নয়। মশা থেকে অবশ্যই ডেঙ্গু হতে পারে কিন্তু করোনা ভাইরাস কোনওভাবেই মশা থেকে ছড়াবে না। এই খবরে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।

First published: March 26, 2020, 5:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर