#নয়াদিল্লি: দেশে মোট করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা রোজই বেড়েই চলেছে ৷ সারা দেশে এই মুহূর্তে মোট আক্রান্ত ৭০,৭৫৬ ৷ মঙ্গলবারের প্রকাশিত খবর অনুযায়ী সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২৯৩ ৷ সারা দেশে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ৪৬,০০৮ ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক জানিয়েছে সারা দেশে করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন ২২,৪৫৪ জন ৷ এই সেরে ওঠা মানুষদের মধ্যে বিদেশিও আছে ৷ ১১১ জন বিদেশের ৷
মন্ত্রালয়ের হিসেব অনুযায়ী ১৯৭৯ টি নতুন কেস সামনে এসেছে ৷ আর একদিনে সুস্থ হয়েছেন ১৫৩৮ জন ৷ এছাড়া ২৪ ঘণ্টায় ৮৭ জনের মৃত্যু হয়েছে ৷ মঙ্গলবার যে রিপোর্ট সামনে এসেছে তা অনুযায়ী আন্দামান -নিকোবর -এ ৩৩ জন, অন্ধ্রপ্রদেশে ২০১৮ জন, অরুণাচল প্রদেশে ১, অসমে ৬৫ , বিহারে ৭৪৭ , চণ্ডীগড় ১৭৪, ছত্তীশগড়ে ৫৯, দাদর ও নগর হাভেলিতে ১, দিল্লিতে ৭২৩৩, গোয়ায় ৭, গুজরাতে ৮৫৪১, হরিয়ানায় ৭৩০ জন করোনায় আক্রান্ত ৷
জম্মু-কাশ্মীরে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ , ঝাড়খন্ডে সংখ্যাটা ১৬০, কর্ণাটকে ৮৬২, কেরলে ৫১৯, লাদাখে ৪২ জন ৷ করোনা সংক্রমণে মধ্যপ্রদেশে আক্রান্ত ৩৭৮৫, মহারাষ্ট্রে ২৩৪০১, মণিপুরে ২, মেঘালয়ে ১৩, মিজোরামে ১,ওড়িশায় ৪১৪, পন্ডিচেরিতে ১২, পঞ্জাবে ১৮৭৭, রাজস্থানে ৩৯৮৮, তামিলনাড়ুতে ৮০০২, উত্তরাখন্ডে ৬৮, উত্তরপ্রদেশে ৩৫৭৩, পশ্চিমবঙ্গে ২০৬৩ , ত্রিপুরায় ১৫২, তেলঙ্গানায় ১২৭৫, হিমাচলপ্রদেশে ৫৯৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।