#ইনদওর: করোনা ভাইরাসে প্রতিদিনই ভারতে আক্রান্ত হচ্ছে বহু মানুষ৷ পাশাপাশি মৃত্যুও বাড়ছে রোজই৷ এবার করোনার শিকার হলেন এক পুলিশ আধিকারিক ৷
ইনদওর পুলিশ ইন্সপেক্টর মারণ কোভিড ১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন ৷ শনিবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর৷ দেবেন্দ্র চন্দ্রবংশী -র বয়স ৪৮ বছর ৷ জুনি পুলিশ স্টেশনে তিনি এসএইচও পদে কর্মরত ছিলেন ৷ করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে ইনদওরের অরবিন্দ হাসাপাতালে তাঁকে ভর্তি করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয় ৷
#NewsAlert - An SHO of Juni police station in Indore, Devendra Chandravanshi, 48, has died of COVID-19 late last night, sources told News18. pic.twitter.com/gUAWhkBmcn
— CNNNews18 (@CNNnews18) April 19, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus