হোম /খবর /দেশ /
#Breaking: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু পুলিশ আধিকারিকের

#Breaking: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু পুলিশ আধিকারিকের

আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ২০ থেকে ৩০ দিন সময় লাগছে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির, সেগুলি হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (২০.১ দিন), হরিয়ানা (২১ দিন), হিমাচল প্রদেশ (২৪.৫ দিন), চণ্ডীগড় (২৫.৪ দিন), অসম (২৫.৮ দিন), উত্তরাখণ্ড (২৬.৬ দিন), লাদাখ (২৬.৬ দিন)৷ PHOTO- FILE

আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ২০ থেকে ৩০ দিন সময় লাগছে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির, সেগুলি হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (২০.১ দিন), হরিয়ানা (২১ দিন), হিমাচল প্রদেশ (২৪.৫ দিন), চণ্ডীগড় (২৫.৪ দিন), অসম (২৫.৮ দিন), উত্তরাখণ্ড (২৬.৬ দিন), লাদাখ (২৬.৬ দিন)৷ PHOTO- FILE

করোনা কেড়ে নিল প্রাণ

  • Last Updated :
  • Share this:

#ইনদওর: করোনা ভাইরাসে  প্রতিদিনই ভারতে  আক্রান্ত  হচ্ছে বহু মানুষ৷ পাশাপাশি মৃত্যুও বাড়ছে রোজই৷ এবার করোনার শিকার হলেন এক পুলিশ আধিকারিক ৷

ইনদওর পুলিশ ইন্সপেক্টর মারণ কোভিড ১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন ৷ শনিবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর৷ দেবেন্দ্র চন্দ্রবংশী -র বয়স ৪৮ বছর ৷ জুনি পুলিশ স্টেশনে তিনি  এসএইচও পদে কর্মরত ছিলেন ৷ করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে ইনদওরের অরবিন্দ হাসাপাতালে তাঁকে ভর্তি করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus