#পুণে: পাঁচ বছরের সন্তানকে তার ঠাকুমার কাছ থেকে আনতে বেরিয়েছিলেন বাবা-মা৷ কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হলো না৷ কারণ পথ দুর্ঘটনা কেড়ে নিল দু' জনের প্রাণ৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণের সাতারা জেলায়৷
মৃত ওই দম্পতির নাম অনুজা গাওয়াড়ে (৩৫) এবং অমিত গাওয়াড়ে(৩৮)৷ অনুজা পেশায় একজন চিকিৎসক ছিলেন, অমিত ছিলেন ইঞ্জিনিয়ার৷ তাঁরা হাদাপসারের সদেসতারানালি এলাকার বাসিন্দা ছিলেন৷ অনুজার নিজের একটি ক্লিনিক ছিল, আর অমিত খড়াডি এলাকায় একটি সংস্থায় চাকরি করতেন৷
জানা গিয়েছে, তাঁদের পাঁচ বছরের সন্তান অনীশ গত দেড় মাস ধরে বেলগামে তার ঠাকুমার কাছে ছিল৷ অনুজা যেহেতু নিয়মিত রোগী দেখছিলেন, তাই করোনা সংক্রমণের আশঙ্কায় ছেলেকে ঠাকুমার কাছে রেখে এসেছিলেন৷
কিন্তু দীর্ঘদিন ছেলে কাছছাড়া হয়ে থাকায় তার অভাব অনুভব করতে শুরু করেন ওই দম্পতি৷ পুণের স্থানীয় প্রশাসন লকডাউনে কিছু ছাড় দেওয়ায় ছেলেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তাঁরা৷
শুক্রবার রাতে গাড়ি নিয়ে ছেলেকে আনতে রওনা দেন ওই দম্পতি৷ কিন্তু বেলগামের পথে শনিবার ভোরের দিকে সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারান অমিত৷ যার জেরে গাড়িটি গিয়ে পুণে- সাতারা হাইওয়ের উপরে ডিভাইডারে ধাক্কা মারে৷ দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।