#নয়াদিল্লি: ক্রমেই বেড়ে চলেছে মৃত্যুমিছিল। বিশ্বে করোনায় মৃত ২৪ হাজার ছাড়াল। ইতালিতে মৃতের সংখ্যা ছড়িয়েছে ৮ হাজার। স্পেনে মৃত্যু সাড়ে ৪ হাজারের কাছাকাছি। বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৫ লক্ষ ৩০ হাজার। শেষ ১ লক্ষ আক্রান্ত ২ দিনে। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ১ লক্ষ ২৩ হাজার ৯৪২জন।
ভারতেও ভয়াবহ আকার নিয়েছে করোনা। একদিনে ৮৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল দেশে। সংখ্যাটা সর্বোচ্চ। মানে একদিনে এর আগে দেশে এত করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। ফলে বলাই চলে, ভারতে ক্রমে তার থাবা বসাচ্ছে করোনাভাইরাস। যেভাবে দেশের প্রশাসন সংক্রমণ রোধ করতে চেয়েছে, তার ফলে পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় সংক্রমণের অভিঘাত কম থাকলেও ধীরে ধীরে সংখ্যা প্রায় ৭০০ ছুঁয়েছে। এদিকে শুক্রবার খবর মিলেছে করোনা আক্রান্ত হয়ে রাজস্থানের ভিলওয়ারায় মৃত্যু হয়েছে একজনের। মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৭–এ।
করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ এতটাই ভয়াবহ পরিস্থিতি যে চিন ও ইতালিকেও ছাড়িয়ে গেল সেই সংখ্যা৷ মার্কিন হাসপাতালগুলিতে থিকথিক করছে করোনা সংক্রমিত রোগীর ভিড়৷ সেখানেও চলছে লকডাউন৷ এর ফলে প্রচুর সংখ্যক মানুষ চাকরিও খুইয়েছেন৷
আমেরিকায় প্রায় ৮২ হাজার মানুষ করোনায় আক্রান্ত৷ সংখ্যার নিরিখে যা ইতালিকেও টেক্কা দিয়েছে৷ এমনকী চিন, যে দেশ থেকে এই রোগ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, তার থেকেও এই সংখ্যা অনেক বেশি৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা৷ মৃত ১হাজার ১৭৮৷
এই রোগের প্রকোপে মারাত্মক খারাপ প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে৷ এই আশঙ্কার কথা আগেই জানানো হয়েছিল৷ তাই গ্রুপ ২০ বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা রাখতে বিভিন্ন আর্থিক স্কিমের কথা উঠে আসে বৈঠকে৷ বিশেষ করে উন্নতশীল দেশগুলিকে সাহায্যের জন্যই এই ধরণের প্যাকেজের কথা উল্লেখ করা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Death Toll