#নয়াদিল্লি: চাতক পাখির মতো প্রতিক্ষার অবসান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে চলে আসবে করোনা ভ্যাকসিন ৷ শুক্রবার সর্বদলীয় বৈঠকের পরে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এদিন জানান, বিজ্ঞানীদের ছাড়পত্র পেলেই দেশে টিকাকরণ শুরু হবে ৷
দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানীদের ছাড়পত্র পেলেই টিকাকরণ শুরু। রোগী, প্রবীণ নাগরিক ও স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবেন। এমনটাই জানান প্রধানমন্ত্রী ৷ তিনি আরও জানান, ভ্যাকসিনের দাম নিয়ে রাজ্যগুলির সঙ্গে কথা হবে। দেশীয় ভ্যাকসিন সস্তা হবে। অগ্রাধিকারপ্রাপ্তদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে চলে আসবে ভ্যাকসিন ৷ বিজ্ঞানীদের ছাড়পত্র পেলেই টিকাকরণ শুরু হবে ৷ রোগী, স্বাস্থ্যকর্মীরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ৷ এরপর দেশের প্রবীণরাও অগ্রাধিকার পাবেন ৷ ভ্যাকসিন বণ্টনে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হবে ৷ যাদের জন্য ভ্যাকসিন খুব জরুরি তারা আগে ভ্যাকসিন পাবেন। এ নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।’’
এর আগে, ভারতে কোন পর্যায়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ, তা খতিয়ে দেখতে গত সোমবার দেশের তিন শহরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ভারতে তিনটি আলাদা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। দেশবাসীকে সেই নিয়েও অবগত করেন প্রধানমন্ত্রী। টিকাকরণের জন্য যাবতীয় ব্যবস্থাপনা প্রায় প্রস্তুত, বিজ্ঞানীদের সবুজসংকেত পেলেই কেন্দ্র-রাজ্য সমন্বয়ে শুরু হবে বিলি-বন্টন।