#দিল্লি: আগামী ১৩ জানুয়ারি থেকেই দেশে শুরু হতে পারে করোনার টিকাকরণ৷ আজ এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ৷ একই সঙ্গে এ দিন কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, ভ্যাকসিন রপ্তানির উপরে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি৷
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের তরফে জানানো হয়েছে. কলকাতা, কার্নাল, মুম্বাই এবং চেন্নাইতে ভ্যাকসিন মজুত করার জন্য চারটি প্রাইমারি স্টোর তৈরি করা হয়েছে৷ গোটা দেশে মোট ৩৭টি স্টোর তৈরি করা হচ্ছে৷ এই স্টোরগুলিতেই বিপুল সংখ্যায় ভ্যাকসিন মজুত করে রেখে সেখান থেকে তা সরবরাহ করা হবে৷
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব এ দিন জানিয়েছেন, স্বাস্থ্যকর্মী এবং করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছেন যাঁরা, তাঁদের ভ্যাকসিন পাওয়ার জন্য নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই৷ ইতিমধ্যেই অগ্রাধিকারের ভিত্তিতে কাদের করোনার টিকা দেওয়া হবে তার ডেটাবেস তৈরি করেছে কেন্দ্র৷ Co-WIN ভ্যাকসিন ডেলিভারি ম্যানেজমেন্ট ব্যবস্থার মধ্যেই সেই বিপুল তথ্যপুঞ্জি রয়েছে৷
এই মুহূর্তে গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা আড়াই লক্ষের নীচে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব৷ প্রথম পর্যায়ে গোটা দেশে ৩০ কোটি মানুষকে জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ইতিমধ্যেই কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতে৷