হোম /খবর /দেশ /
করোনা পরীক্ষায় চাইনিজ র‍্যাপিড টেস্ট কিট ব্যবহার অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ত্রুটিপূর্ণ রেজাল্ট, একাধিক রাজ্যের অভিযোগ, করোনা পরীক্ষায় চাইনিজ র‍্যাপিড টেস্ট কিট ব্যবহার অনির্দিষ্টকালের জন্য স্থগিত

যদিও এই র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট প্রস্তুতকারী চাইনিজ সংস্থা অভিযোগের জবাবে দাবি করেছে, এই ত্রুটি তাদের কিটের নয়, স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে তা ব্যবহার করতে পারছেন না ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পরবর্তী কোনও নোটিশ জারি হওয়া পর্যন্ত আপাতত করোনা সংক্রমণের পরীক্ষায় চিনের দেওয়া র‍্যাপিড টেস্ট কিটের ব্যবহার বন্ধ ৷ পশ্চিমবঙ্গ, রাজস্থান সহ দেশের একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকেও এই টেস্ট কিটের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় এই টেস্ট কিটের ব্যবহার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ৷ শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও এই সিদ্ধান্তেই শিলমোহর ৷ কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন কিটগুলির ভুলক্রুটি তারা পরীক্ষা করে দেখছেন ৷ এর জন্য তৈরি হয়েছে কমিটিও ৷

মঙ্গলবারই ICMR-এর তরফ থেকে জানানো হয়, র‌্যাপিড কিট ও পিসিআরে করোনা পরীক্ষার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেজাল্ট বেরিয়েছে ৷ কখনও দুই মাধ্যমের রেজাল্টের মধ্যে পার্থক্য কখনও ৬ শতাংশ তো কখনও ৭১ শতাংশ ৷ এমন অবস্থায় প্রথমে দু’দিনে জন্য এই র‌্যাপিড কিট-এর ব্যবহার বন্ধ রাখার কথা বললেও শনিবার তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ICMR ৷ সরকারি সূত্রে খবর, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ইতিমধ্যেই ICMR-এর তরফে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তবে আরটি-পিসিআর পদ্ধতিতে সোয়াবের নমুনা পরীক্ষা চালিয়ে যেতে বলা হয়েছে ওই চিঠিতে ৷ সংস্থাটির সিনিয়র বিজ্ঞানী ডাক্তার রমন গঙ্গাভেদকার জানিয়েছেন, ‘কিটগুলি তারা পরীক্ষা করে দেখবেন ৷ তাতে অভিযোগ মতোই ক্রুটি দেখা গেলে, এই ব্যাচের কিটগুলি বাতিল করে সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থাকেই এগুলি বদলে নতুন করে কিট পাঠাতে বলা হবে। ’

পশ্চিমবঙ্গ সহ দেশের আটটি রাজ্যে ব্যবহারের জন্য এই কিট পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যগুলি থেকে একত্রে একাধিক অভিযোগ জমা পড়ে কেন্দ্রের কাছে ৷ প্রত্যেকেরই দাবি এই কিটের পরীক্ষার রেজাল্ট নির্ভুল নয় ৷ কিটগুলি ক্রুটিসম্পন্ন ৷ রাজস্থান ও পশ্চিমবঙ্গ সরকার দাবি করে এই ৯০ শতাংশ সঠিক রেজাল্টের পরিবর্তে এই কিটের রেজাল্ট ৫.৪ মিলেছে ৷ যদিও এই র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট প্রস্তুতকারী চাইনিজ সংস্থা অভিযোগের জবাবে দাবি করেছে, এই ত্রুটি তাদের কিটের নয়, স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে তা ব্যবহার করতে পারছেন না ৷

Published by:Elina Datta
First published:

Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Rapid test kits