#নয়াদিল্লি: পরবর্তী কোনও নোটিশ জারি হওয়া পর্যন্ত আপাতত করোনা সংক্রমণের পরীক্ষায় চিনের দেওয়া র্যাপিড টেস্ট কিটের ব্যবহার বন্ধ ৷ পশ্চিমবঙ্গ, রাজস্থান সহ দেশের একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকেও এই টেস্ট কিটের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় এই টেস্ট কিটের ব্যবহার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ৷ শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও এই সিদ্ধান্তেই শিলমোহর ৷ কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন কিটগুলির ভুলক্রুটি তারা পরীক্ষা করে দেখছেন ৷ এর জন্য তৈরি হয়েছে কমিটিও ৷
মঙ্গলবারই ICMR-এর তরফ থেকে জানানো হয়, র্যাপিড কিট ও পিসিআরে করোনা পরীক্ষার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেজাল্ট বেরিয়েছে ৷ কখনও দুই মাধ্যমের রেজাল্টের মধ্যে পার্থক্য কখনও ৬ শতাংশ তো কখনও ৭১ শতাংশ ৷ এমন অবস্থায় প্রথমে দু’দিনে জন্য এই র্যাপিড কিট-এর ব্যবহার বন্ধ রাখার কথা বললেও শনিবার তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ICMR ৷ সরকারি সূত্রে খবর, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ইতিমধ্যেই ICMR-এর তরফে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তবে আরটি-পিসিআর পদ্ধতিতে সোয়াবের নমুনা পরীক্ষা চালিয়ে যেতে বলা হয়েছে ওই চিঠিতে ৷ সংস্থাটির সিনিয়র বিজ্ঞানী ডাক্তার রমন গঙ্গাভেদকার জানিয়েছেন, ‘কিটগুলি তারা পরীক্ষা করে দেখবেন ৷ তাতে অভিযোগ মতোই ক্রুটি দেখা গেলে, এই ব্যাচের কিটগুলি বাতিল করে সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থাকেই এগুলি বদলে নতুন করে কিট পাঠাতে বলা হবে। ’
পশ্চিমবঙ্গ সহ দেশের আটটি রাজ্যে ব্যবহারের জন্য এই কিট পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যগুলি থেকে একত্রে একাধিক অভিযোগ জমা পড়ে কেন্দ্রের কাছে ৷ প্রত্যেকেরই দাবি এই কিটের পরীক্ষার রেজাল্ট নির্ভুল নয় ৷ কিটগুলি ক্রুটিসম্পন্ন ৷ রাজস্থান ও পশ্চিমবঙ্গ সরকার দাবি করে এই ৯০ শতাংশ সঠিক রেজাল্টের পরিবর্তে এই কিটের রেজাল্ট ৫.৪ মিলেছে ৷ যদিও এই র্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট প্রস্তুতকারী চাইনিজ সংস্থা অভিযোগের জবাবে দাবি করেছে, এই ত্রুটি তাদের কিটের নয়, স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে তা ব্যবহার করতে পারছেন না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Rapid test kits