#মালদহ: গত ২৪ ঘণ্টায় মালদহে নতুন করে করোনা আক্রান্ত হলেন আরও ৫১ জন। সব মিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৩০। এদিকে সোমবার মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ নার্সিং স্টাফদের।
তাঁদের অভিযোগ, হাসপাতালে ৬ জন নার্সিং স্টাফ ও স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন । কিন্তু, তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের এখনও আইসোলেশনের ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। অন্যান্য নার্সিং কর্মীদের লালারসের নমুনাও গ্রহণ করা হয়নি। এরই প্রতিবাদে বিক্ষোভ। অবিলম্বে চাঁচল হাসপাতালকে সানিটাইজ করার দাবিও তোলেন আন্দোলনকারীরা।
তাঁদের অভিযোগ, হাসপাতালে নার্সদের সুরক্ষা সামগ্রীর বন্দোবস্ত করেনি কর্তৃপক্ষ। একই মাস্ক বারবার ধুয়ে ব্যবহার করতে হচ্ছে। নার্সিং কর্মীদের গ্লভস পর্যন্ত দেওয়া হয়নি। করোনা পরিস্থিতিতে কারও ছুটিও মিলছে না।
মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় মালদহে নতুন করে ৫১ জনের লালরসের নমুনায় কোভিড পজিটিভ এসেছে। তবে গত কয়েক দিনের তুলনায় শহরে এদিন প্রকোপ কিছুটা হলেও কম। মালদহ শহরে নতুন করে আক্রান্তের সংখ্যা পাঁচ। নতুন আক্রান্তদের মধ্যে উদ্বেগজনক তথ্য মালদহের সামসি হাসপাতালের একজন চিকিৎসক, একজন নার্সিং স্টাফ সহ মোট ১২ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন৷ এছাড়া চাঁচলে একই পরিবারের সাত জনের শরীরে সংক্রমণ মিলেছে।
SEBAK DEB SARMA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।