• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • শপিং মলে খাবারের ট্রলিতে ইচ্ছাকৃতভাবে থুতু ছেটানোর অভিযোগ, মৃত্যুদণ্ড হতে পারে ব্যক্তির !

শপিং মলে খাবারের ট্রলিতে ইচ্ছাকৃতভাবে থুতু ছেটানোর অভিযোগ, মৃত্যুদণ্ড হতে পারে ব্যক্তির !

Photo Courtesy: Reuters

Photo Courtesy: Reuters

সৌদি আরবের একটি শপিং মলে খাবারের ট্রলিতে থুতু ছেটানোর অভিযোগে ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 • Share this:

  #রিয়াধ: করোনা আতঙ্কে ভুগছে এখন গোটা বিশ্ব ৷ লকডাউনে বিশ্বের অধিকাংশ দেশ ৷ শুধুমাত্র জরুরী সামগ্রী কিনতেই বাইরে বেরনোর অনুমতি রয়েছে ৷ এই অবস্থায় অনেক মানুষই রয়েছেন, যারা ইচ্ছাকৃতভাবে লকডাউনের নিয়ম মানছেন না ৷ অনেকে আবার বারণ সত্ত্বেও যেখানে সেখানে থুতু ছেটাচ্ছেন ৷

  মার্কিন যুক্তরাষ্ট্রে এক মহিলার ইচ্ছাকৃত কাশি এবং থুতু ছেটানোর ঘটনায় ২৭ লক্ষ টাকার খাবার ফেলে দিতে হয়েছে ডাস্টবিনে ৷ ভারতের অসমের এক হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা রোগীরাই হাসপাতালের সর্বত্র থুতু ছিটিয়ে বেরিয়েছেন ৷ সৌদি আরবের  একটি শপিং মলেও ঠিক একধরণের ঘটনা ঘটান এক ব্যক্তি ৷ তবে তার জন্য চরম শাস্তি পেতে চলেছেন তিনি ৷

  সৌদি আরবের একটি শপিং মলে খাবারের ট্রলিতে থুতু ছেটানোর অভিযোগে এক ব্যক্তিকে সম্প্রতি গ্রেফতার করা হয়। ইচ্ছাকৃতভাবে থুতু ছিটানোর অপরাধে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে বলে জানা গিয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা তার। ইচ্ছাকৃতভাবে সমাজে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে দেওয়া এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

  Published by:Siddhartha Sarkar
  First published: