করোনা আতঙ্ক আরও বাড়িয়ে চব্বিশ ঘণ্টার মধ্যে গোটা দেশে আরও ৯৮ জনের শরীরে মারণ ভাইরাসের খোঁজ মিলল৷ এর ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৯৮৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফেই এ কথা জানানো হয়েছে৷
করকেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২২ জন সুস্থ হয়ে উঠেছেন৷ দেশে মৃতের সংখ্যা ৪৷ বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে দেশে নতুন করে ৫০ জনের শরীরে করোনা জীবাণুর খোঁজ মিলেছিল৷ কিন্তু পরের চব্বিশ ঘণ্টায় সেই সংখ্যাটাই বেড়ে দ্বিগুন হয়েছে৷ ফলে, ভারতে করোনা ছড়িয়ে পড়ার তৃতীয় সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার যে আশঙ্কা সরকার করছিল, এ দিনের পর তা আরও কিছুটা বেড়ে গিয়েছে৷
রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় তার মোকাবিলা করার পরিকাঠামোও যতটা সম্ভব শক্তিশালী করছে সরকার৷ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লব আগরওয়াল জানিয়েছেন, শনিবার থেকেই গোটা দেশে ১১১টি ল্যাবে করোনা পরীক্ষা করার সুবিধে মিলবে৷
এ দিনই কেরলে আরও ১২ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে৷ পঞ্জাবে আরও ১৩ জন রোগীর খোঁজ পাওয়া গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19