হোম /খবর /করোনা ভাইরাস /
রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৮, এবার উত্তরবঙ্গে সংক্রামিত ৫৩ বছরের প্রৌঢ়া

Coronavirus: রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ১৮, এবার উত্তরবঙ্গে সংক্রামিত ৫৩ বছরের প্রৌঢ়া

বেঙ্গালুরুতে গত দু' সপ্তাহে নতুন প্রায় ১১ হাজার আক্রান্তের খোঁজ মিলেছে৷ কর্নাটকের মোট করোনা আক্রান্তের প্রায় পঞ্চাশ শতাংশই বেঙ্গালুরু থেকে৷

বেঙ্গালুরুতে গত দু' সপ্তাহে নতুন প্রায় ১১ হাজার আক্রান্তের খোঁজ মিলেছে৷ কর্নাটকের মোট করোনা আক্রান্তের প্রায় পঞ্চাশ শতাংশই বেঙ্গালুরু থেকে৷

উত্তরবঙ্গে আক্রান্ত মহিলা আসলে কালিম্পঙের বাসিন্দা ৷

  • Last Updated :
  • Share this:

#শিলিগুড়ি: ক্রমশ জোরালো হচ্ছে করোনার থাবা ৷ এবার সংক্রমণ উত্তরবঙ্গেও ৷ Covid 19-এ উত্তরবঙ্গের বছর ৫৩-এর এক মহিলা ৷ এর সঙ্গে সঙ্গেও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে তিন বেড়ে দাঁড়াল ১৮ ৷

উত্তরবঙ্গে আক্রান্ত মহিলা আসলে কালিম্পঙের বাসিন্দা ৷ তিনি কিভাবে এই ভাইরাসে সংক্রামিত হয়েছেন তা এখনও জানা যায়নি ৷ আক্রান্ত প্রৌঢ়া কয়েকদিন আগে তাইল্যান্ডে যান ৷ পরে কেরল হয়ে কালিম্পঙে ফেরেন তিনি ৷ বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি রয়েছেন ৷ তিনি কিভাবে সংক্রামিত তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর ৷ উল্লেখ্য, এই মহিলার প্রথম নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতির স্পষ্ট রিপোর্ট পাওয়া যায়নি ৷ তবে দ্বিতীয়বাম নমুনা পরীক্ষায় গেলে কোভিড-১৯ সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসে ৷

Published by:Elina Datta
First published:

Tags: Coronavirus, COVID-19, North Bengal