#নাগপুর: কারাগারে করোনা সংক্রমণের ভয় অনেক বন্দিদেরই এখন বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ কিন্তু দুষ্কৃতীদের হঠাৎ মুক্তি দিলে যে তার খারাপ প্রভাবও ঘটতে পারে, তার প্রমাণ পাওয়া গেল শনিবার মহারাষ্ট্রের নাগপুরে ৷ জেলে করোনা সংক্রমণের আশঙ্কায় মুক্তি পেয়েই পুলিশের স্ত্রী-কে গলা কেটে হত্যা করল এতদিন সংশোধনাগারে কাটানো এক আসামী।
এদিন সকাল দশটা নাগাদ নাগপুরের নন্দনভান এলাকায় ক্রাইম ব্রাঞ্চের প্রধান কনস্টেবল অশোক মুলের স্ত্রী সুশীলাকে গলা কেটে হত্যা করে নবীন গোটাফোদে নামের ওই খুনি। করোনা সংক্রমণের ভয়েই সম্প্রতি নবীনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল ৷ কিন্তু তার ফল যে ভাল হল না, এই ঘটনাই তার প্রমাণ ৷
মুক্তি পাওয়ার পর গোটাফোডে সুশীলার ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছিল। স্কুল জীবন থেকেই তারা বন্ধু। জেল খাটা এক আসামীর সঙ্গে তাঁর ছেলের বন্ধুত্বের বিষয়টা মেনে নিতে পারেননি সুশীলা ৷ তাতেই আরও রেগে যায় নবীন গোটাফোডে ৷ শুক্রবার রাতে সে সুশীলার ছেলের সঙ্গে দেখা করতে আসলেও দেখা করতে পারেনি। তাই শনিবার সে আবার তাদের বাড়িতে ফিরে আসে এবং সুশীলাকে গলা কেটে হত্যা করে। তাকে থামানোর চেষ্টা করলে গোটাফোদে তার বন্ধু, সুশীলার ছেলের উপরও হামলা চালায়। পরে সেখান থেকে পালিয়ে যায়। খুনের ঘটনার পর থেকেই ফেরার গোটাফোডে ৷ তার খোঁজ চলছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Murder Case