• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • ভারতের ইউহান, দুই জায়গায় একদিনে করোনা আক্রান্ত ১২৩৩ ও ২৯১, এর জেরে লাফিয়ে বাড়ল জাতীয় পরিসংখ্যানও

ভারতের ইউহান, দুই জায়গায় একদিনে করোনা আক্রান্ত ১২৩৩ ও ২৯১, এর জেরে লাফিয়ে বাড়ল জাতীয় পরিসংখ্যানও

representative image

representative image

রেকর্ড সংক্রমণ মহারাষ্ট্রে ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা যা দেখে আহমেদাবাদকে ভারতের ইউহানও বলছেন কেউ কেউ ৷

 • Share this:

  #নয়াদিল্লি: টানা লকডাউন সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ ৷ কেন্দ্রের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে মহারাষ্ট্র ও গুজরাতে আহমেদাবাদ ৷ রেকর্ড সংক্রমণ মহারাষ্ট্রে ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা যা দেখে আহমেদাবাদকে ভারতের ইউহানও বলছেন কেউ কেউ ৷

  গত ২৪ ঘণ্টায় শুধু গুজরাতের আহমেদাবাদে করোনায় ২৯১ জনের নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ মৃত্যু হয়েছে আরও ২৫ জনের ৷ শুধু আহমেদাবাদেই এখনও পর্যন্ত ৪৭৩৫টি সংক্রমণের কেস সামনে এসেছে ৷ মৃত্যু হয়েছে ২৯৮ জনের ৷

  সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যাও। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ মহারাষ্ট্রে ৷ নতুন করে ১২৩৩ জন ৷ মৃত্যু হয়েছে ৩২ জনের ৷ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৭৫৮ ৷ মৃতের সংখ্যা ৬৫১ ৷

  দেশে এক দিন আগেও যা ৩.২ শতাংশ ছিল, রাতারাতি তা বেড়ে ৩.৪ শতাংশে পৌঁছে গিয়েছে। প্রভাবিত হয়েছে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হারও ৷ রোগের প্রকোপের সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও৷ আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৯৫৮। মঙ্গলবার রাত পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে ছিল ৪৯,৩৯১। যা এখন আরও বেড়েছে ৷

  Published by:Elina Datta
  First published: