#নয়াদিল্লি: যত সময় যাচ্ছে ততই যেন করোনার (Coronavirus in India) দ্বিতীয় ধাক্কা আর ভয়ঙ্কর রূপ ধারণ করছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যই বলছে, প্রতি ঘণ্টায় ভারতে করোনা (Coronavirus) আক্রান্ত হচ্ছেন গড়ে ১০ হাজার মানুষ৷ আর মৃত্যু হচ্ছে অন্তত ৬০ জনের৷
পরিস্থিতি কত দ্রুত খারাপ হচ্ছে তা এই পরিসংখ্যানের সঙ্গে গত ১ এপ্রিলের পরিসংখ্যানের তুলনা করলেই স্পষ্ট হবে৷ কেন্দ্রীয় সরকারি তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল দেশে প্রতি ঘণ্টায় গড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩০১৩ জনের৷ আর প্রতি ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১৯ জনের৷ মাত্র কুড়ি দিনের মধ্যেই প্রতি ঘণ্টায় আক্রান্ত এবং মৃত্যু হার তিন গুনেরও বেড়ে গিয়েছে৷
সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত রবিবার ভারতে প্রতি ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০,৮৯৫ হয়েছে৷ আর প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন ৬২ জন৷ গত রবিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ২,৬১,৫০০ জন৷ মৃত্যু হয়েছিল ১৫০১ জনের৷
গত সোমবার দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ২,৭৩,৮১০৷ মৃত্যু হয়েছিল ১৬১৯ জনের৷ প্রতি ঘণ্টার হিসেবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ১১,৪০৮ এবং ৬৭৷ আজ, মঙ্গলবারও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে
নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৫৯,১৭০ জন৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৬১৷ প্রতি ঘণ্টার হিসেব বলছে, গত প্রতি ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০,৭৯৮ জন৷ প্রত্যেক ৬০ মিনিটে মৃত্যু হয়েছে ৭৩ জনের৷
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে নতুন যে মৃত্যুগুলি হচ্ছে, তার প্রায় ৮৩ শতাংশই ঘটছে দেশের ১০টি রাজ্যে৷ এই তালিকায় মঙ্গলবারও সবার উপরে রয়েছে মহারাষ্ট্র৷ গত চব্বিশ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়ে ৩৫১টি মৃত্যু হয়েছে৷ এর পরেই রয়েছে রাজধানী দিল্লি৷ সেখানে মৃত্যু হয়েছে ২৪০ জনের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।