#কলকাতা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৩৬ জন। মৃত্যু হয়েছে। ৬ জনের। অর্থাৎ করোনার কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের পরিমাণ ২ হাজার ৯৬১। এর মধ্যে সক্রিয় কেসের সংখ্যা ১ হাজার ৬৯৭।
স্বরাষ্ট্রদফতর সূত্রে জানা গিয়েছে, শেষ কয়েক দিনে সবচেয়ে বেশি করোনা রোগী আসছে কলকাতা জেলা থেকে। তবে আশার খবর, গত চব্বিশ ঘণ্টায় ৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ যাবৎ সুস্থ হয়েছেন ১০৭৪ জন করোনা রোগী। শতকরার হিসেবে মোট ৩৬.২৭ শতাংশ এখন করোনা মুক্ত।
স্বরাষ্ট্রদফতর এ দিন জানিয়েছে, করোনা পরীক্ষায় ১ লক্ষ ছাড়াল রাজ্য। ধাপে ধাপে বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৮ হাজার ৭১২ জনের দেহে। আগামী দু'দিন আমফান বিপর্যয়ের কারণে এই পরীক্ষার হার কমতে পারে, মনে করছেন স্বাস্থ্য পরীক্ষকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19