হোম /খবর /দেশ /
দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কত জন ?

Coronavirus In India: দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কত ? জেনে নিন

File Photo

File Photo

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: প্রায় এক মাস হতে চলল ভারতে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা ৷ হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অভাব- নানা সমস্যায় জর্জরিত দেশবাসী ৷ এই অবস্থায় কিছুটা স্বস্তির খবর ৷ সামান্য হলেও কমল দেশের দৈনিক সংক্রমণ ৷ শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন ৷ অর্থাৎ সুস্থতার হার সামান্য হলেও বেশি ৷ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা প্রাণ কেড়েছে ৩৮৯০ জনের ৷

দৈনিক মৃত্যুও পর পর তিন দিন ৪ হাজারের বেশি থাকার পর শনিবার একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এর আগে শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মৃত্যু হয়েছিল ৪ হাজার জনের। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ১২০ জনের। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় দেশে মৃত্যু হয়েছিল রেকর্ড ৪ হাজার ২০৫ জনের। করোনার জেরে এখনও পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছেন  মোট ২ লক্ষ ৬৬ হাজার ২০৭ জন।

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশে, ছত্তীসগঢ়, গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা আগের তুলনায় বেশ কিছুটা কম। এর জেরে দেশে দৈনিক সংক্রমণও কমেছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নীচে। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৯৫ জনের ৷ পাশাপাশি কর্ণাটকে ৩৭৩ এবং উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus