‘‘করোনাভাইরাসও জীবন্ত প্রাণী, ওদেরও আমাদের মতো বাঁচার অধিকার আছে !’’
‘‘করোনাভাইরাসও জীবন্ত প্রাণী, ওদেরও আমাদের মতো বাঁচার অধিকার আছে’’, মন্তব্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর
ত্রিবেন্দ্র সিং রাওয়াত, ফাইল চিত্র
তিনি মনে করেন, ‘‘ দার্শনিক দিক থেকে দেখতে গেলে করোনা জীবাণুও জীবন্ত ৷ তারও প্রাণ আছে ৷ আমাদের সকলের মতো তারও বাঁচার অধিকার আছে ৷ কিন্তু আমরা আমাদের সবথেকে বুদ্ধিমান বলে মনে করি৷ তাই এই জীবাণুকে আটকানোর চেষ্টা করে যাচ্ছি ৷ সেই কারণে করোনা জীবাণুও ক্রমাগত অভিযোজিত হয়ে চলেছে ৷’’
দেহরাদূন :‘‘ করোনা ভাইরাস একটি জীবন্ত প্রাণী৷ ওরও বেঁচে থাকার অধিকার আছে৷’’ বললেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ বেফাঁস এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই বেশ বিপাকে এই প্রবীণ রাজনীতিক ৷তিনি মনে করেন, ‘‘ দার্শনিক দিক থেকে দেখতে গেলে করোনা জীবাণুও জীবন্ত ৷ তারও প্রাণ আছে ৷ আমাদের সকলের মতো তারও বাঁচার অধিকার আছে ৷ কিন্তু আমরা আমাদের সবথেকে বুদ্ধিমান বলে মনে করি৷ তাই এই জীবাণুকে আটকানোর চেষ্টা করে যাচ্ছি ৷ সেই কারণে করোনা জীবাণুও ক্রমাগত অভিযোজিত হয়ে চলেছে ৷’’ তবে একইসঙ্গে সাধারণ মানুষকে এই জীবাণু থেকে দূরে সতর্ক থাকতে বলেছেন বিজেপি-র এই বর্ষীয়ান নেতা ৷২০১৭ থেকে ২০২১ অবধি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন রাওয়াত৷ একটি বেসরকারি চ্যানেলে তাঁর এই মন্তব্য নেট মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি ৷ নেটিজেনদের কাছে তিনি এখন উপহাসের খোরাক৷ তাঁর মন্তব্য ঘিরে তৈরি মিম ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ ভেসে এসেছে সরস এবং তির্যক মন্তব্য ৷ এক টুইটারেত্তির বলেছেন, ‘করোনাভাইরাসকে তবে সেন্ট্রাল ভিস্তায় আশ্রয় দেওয়া হোক৷’শুধু নেটিজেনরাই নন৷ অতিমারির দ্বিতীয় ঢেউে বিপর্যস্ত দেশে এহেন মন্তব্যের জেরে বিপাকে পড়েছে রাওয়াতের দল বিজেপি-ও৷ স্বভাবতই বিরোধী পক্ষের আক্রমণের মুখে পড়তে হয়েছে তাদের ৷
Corona Virus deserves to live, it has a right to life- BJP legislator and until recently Uttarakhand CM Trivendra Singh Rawat pic.twitter.com/jZXWjTYLct
কংগ্রেসনেতা সূর্যকান্ত দশমনের মতে, প্রাক্তন মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা একইসঙ্গে মূর্খামি ও জ্ঞানহীন কথা ৷ একইরকম তীব্র ব্যঙ্গ আপ-এর উত্তরাখণ্ডের প্রতিনিধি অমরজিৎ সিং রানার ৷ তিনি মনে করেন রাওয়াতের মন্তব্য আসলে তাঁর জ্ঞানের প্রতিফলন ৷ রানার বক্তব্য, রাওয়াতের কথা কার্যত সামগ্রিকভাবে বিজেপি নেতাদের জ্ঞানের ছবি ৷তবে রাওয়াতের হাস্যকর মন্তব্য এই প্রথম নয় ৷ এর আগে তিনি বলেছিলেন, গরু হল একমাত্র প্রাণী, যে নিঃশ্বাসেও অক্সিজেন ত্যাগ করে ৷
Published by:Arpita Roy Chowdhury
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।