‘‘আইপিএলের কথা এখন ভুলে যান, আগে করোনা সঙ্কট থেকে দেশ মুক্তি পাক:’’ রোহিত শর্মা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
#মুম্বই: করোনার জেরে পিছিয়ে গিয়েছে আইপিএল ৷ টুর্নামেন্ট এ বছর আদৌ হবে কী না, জানা যাবে ১৫ এপ্রিলের পরেই ৷ তবে এই নিয়ে এখন আর ভাবতে রাজি নন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর মতে, আগে দেশ বাঁচুক ৷ এখন আইপিএল নিয়ে কথা বলার সময় নয় ৷ এ বছর আইপিএল হওয়াটাই কঠিন ৷
বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘আমাদের সবার আগে দেশের কথা ভাবতে হবে। আগে পরিস্থিতি ভাল হোক, তার পরে আমরা আইপিএলের কথা ভাবব। আগে তো জীবন স্বাভাবিক হতে হবে।’’
এর আগে ইনস্টাগ্রামে কেভিন পিটারসেনের সঙ্গেও ভিডিও চ্যাটে কথা হয় রোহিতের ৷ সেখানে কেপি রোহিতকে জিজ্ঞেস করেন, এই পরিস্থিতিতে আইপিএল হওয়া সম্ভব কী না ৷ রোহিত তখন বলেছিলেন, পরিস্থিতি সব ঠিক হলে, হয়তো আয়োজন করা সম্ভব ৷ এই সঙ্কট কেটে গেলে নিশ্চয়ই আইপিএল হতে পারে। দেখা যাক কী হয়।
advertisement
Location :
First Published :
March 27, 2020 8:30 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘‘আইপিএলের কথা এখন ভুলে যান, আগে করোনা সঙ্কট থেকে দেশ মুক্তি পাক:’’ রোহিত শর্মা

