corona virus btn
corona virus btn
Loading

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লক্ষ ছাড়াল !

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লক্ষ ছাড়াল !
Representational Image

বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত ২ লক্ষ ৬৯৯২ জন ৷ আক্রান্তের সংখ্যা ২,৯৯৪,৭৬১ জন ৷

  • Share this:

#নিউইয়র্ক: বিশ্বজুড়ে ভয়ঙ্কর থেকে এখন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে মারণ ভাইরাস করোনা ৷ লকডাউনে প্রায় গোটা বিশ্বই ৷ কিন্তু তাতেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না ৷ করোনায় ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ লক্ষ ছুঁই ছুঁই ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃ্ত্যুও ৷

বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত ২ লক্ষ ৬৯৯২ জন ৷ আক্রান্তের সংখ্যা ২,৯৯৪,৭৬১ জন ৷  পাশাপাশি বিশ্বে করোনায় সুস্থ ৮ লক্ষ ৭৭ হাজার  জন ৷

সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের ৷ মৃতের সংখ্যা সেখানে সর্বাধিক ৷ এদিকে রবিবারই ছ’সপ্তাহ বাদে প্রথম স্পেনে বাড়ির বাইরে বেরোতে পারল শিশুরা। করোনা-সংক্রমণের নিরিখে আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে আজ রাস্তায় রাস্তায় শিশুদের কলকাকলি। স্পেন, ইটালি, ফ্রান্স— করোনায় মৃত্যুর নিরিখে ইউরোপে শীর্ষে থাকা এই তিন দেশের বাকি দু’টিও এখন ‘মুক্তির’ অপেক্ষায় দিন গুনছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ জানিয়েছেন, ১১ মে থেকে ধাপে ধাপে লকডাউন উঠবে দেশ থেকে। লকডাউন তোলার দাবিতে বিক্ষোভ দেখানোয় জার্মানিতে ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Published by: Siddhartha Sarkar
First published: April 27, 2020, 8:12 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर