হোম /খবর /দেশ /
ভারতে মৃত বেড়ে ২৭৩! আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালেও কমছে সংক্রমণের গতি

ভারতে মৃত বেড়ে ২৭৩! আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালেও কমছে সংক্রমণের গতি

করোনা মৃত বেড়ে ২৭৩৷ PHOTO- FILE

করোনা মৃত বেড়ে ২৭৩৷ PHOTO- FILE

আক্রান্ত এবং মৃতের নিরিখে এখনও দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র৷ সেখানে মৃতের সংখ্যা ১২৭৷ আক্রান্ত হয়েছেন ১৭৬১ জন৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেল৷ মৃতের সংখ্যা বেড়ে হলো ২৭৩৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫৬৷ এ দিনও তামিলনাড়ু, গুজরাত, ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে করোনা আক্রান্তদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

তবে করোনা আতঙ্কের মধ্যেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে একটাই স্বস্তির খবর পাওয়া গিয়েছে৷ কয়েকদিন আগেই সরকারের তরফে জানানো হয়েছিল, দেশে ৪.২ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে৷ লকডাউন সহ অন্যান্য পদক্ষেপের ফলে সংক্রমণের গতিতে কিছুটা লাগাম পরানো গিয়েছে বলেই দাবি করা হচ্ছে৷ সরকারি সূত্রের দাবি অনুযায়ী, এই মুহূর্তে ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হতে ৬ দিন মতো সময় লাগছে৷ এই তথ্য নিঃসন্দেহে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মরিয়া চেষ্টার সুফল বলে মনে করা হচ্ছে৷ ফলে পরিকল্পনা অনুযায়ী আরও কিছুদিন লকডাউন চললে করোনা সংক্রমণের হার কমিয়ে ফেলা যাবে বলে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা৷

আক্রান্ত এবং মৃতের নিরিখে এখনও দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র৷ সেখানে মৃতের সংখ্যা ১২৭৷ আক্রান্ত হয়েছেন ১৭৬১ জন৷ মহারাষ্ট্রের পর সবথেকে বেশি মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে৷ সেখানে করোনার বলি হয়েছেন ৩৬ জন৷ গুজরাতে মৃত্যু হয়েছে ২২ জন আক্রান্তের৷ রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে৷ তামিলনাড়ুতেও করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই৷ গোটা দেশে এখনও পর্যন্ত ৭১৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, COVID-19