#নয়াদিল্লি: ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুশো ছাড়াল৷ মৃতের সংখ্যা বেড়ে হলো ২০৬৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৬১৷ তার মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৫১৬ জন আক্রান্ত৷ অর্থাৎ এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৬০৩৯ জন রোগী৷
করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র এখনও সবার উপরেই রয়েছে৷ সেখানে আক্রান্তে সংখ্যা ১৩৬৪৷ মৃতের সংখ্যা ৯৭৷ দিল্লিতেও আক্রান্তের সংখ্যা দ্রুত হাজারের দিকে এগোচ্ছে৷ রাজধানীতে শুক্রবার বিকেল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯৮৷ তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা ৮৩৪৷
এ দিকে গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গেও নতুন করে ১২ জন আক্রান্তের খোঁজ মিলেছে৷ মুখ্যসচিব রাজীব সিনহা এ দিন এই তথ্য জানিয়েছেন৷ রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন৷ মৃতের সংখ্যা পাঁচ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus in India, COVID-19