হোম /খবর /দেশ /
করোনায় মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ৮০০-র গণ্ডি, আক্রান্ত ছাড়িয়ে গেল ২৬ হাজার

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা, করোনায় মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ৮০০-র গণ্ডি, আক্রান্ত ছাড়িয়ে গেল ২৬ হাজার

বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কথা ভাবছে কেন্দ্র

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি : দেশে করোনায় মৃত ৮০০ ছাড়াল  , ভারতে করোনায় মৃত বেড়ে ৮২৪ ৷ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত ৪৯ ৷  ভারতে করোনা আক্রান্ত বেড়ে  হল ২৬৪৯৬ ৷  ভারতে করোনা থেকে সুস্থ  হয়ে উঠেছে ৫৮০৪ জন ৷

এদিকে ৩ মে লকডাউনের দ্বিতীয় পর্বের যেটা এখনও অবধি মেয়াদ তার ঠিক পরে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে ভাবছে কেন্দ্র সরকার ৷ কেন্দ্র সরকার নিয়মিত সব রাজ্য সরকারদের সঙ্গে কথা বলছে ৷ রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে কোন রাজ্যের কত মানুষ বিদেশে আটকে রয়েছেন ৷

এদিকে এর আগে শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রক যা হিসেব দিয়েছিল তাতে  COVID-19 -এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে  হয়েছিল ৭৭৯ ৷ সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৪,৯৪২ -এই  পরিসংখ্যান  শনিবার দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ শুক্রবার থেকে শনিবারের মধ্যে মোট নতুন করে আক্রান্তের সংখ্যা ১৪৯০ ৷ নতুন করে মৃত্যুর খবর এসেছে ৫৬ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারমন্ত্রক এই পরিসংখ্যান সামনে নিয়ে এসেছে ৷ একটি ২৪ ঘণ্টায় মোট ৫৬ টি মৃত্যুর খবর এখনও অবধি সর্বাধিক ৷

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লিতে নতুন করে সংক্রমিত পাওয়া গেছে ৷ তবে স্বাস্থ্যমন্ত্রকের মতে এদিন নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যায় মাত্র ৬ শতাংশ বৃদ্ধি হয়েছে যা এখনও অবধি সবচেয়ে কম ৷

ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ১৮,৯৫৩ জন, সেরে গেছেন ৫,২০৯ জন ৷ এরা সেরে বাড়ি ফিরে গেছেন ৷ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগির সুস্থ হওয়ার সংখ্যা ২০.৮৮ শতাংশ ৷

নতুন ৫৬ টি মৃত্যুর ঘটনার ১৮ টি মহারাষ্ট্রে, ১৫ টি গুজরাতে, ৯ টি মধ্যপ্রদেশে, ৩ জন করে দিল্লি ও পশ্চিমবঙ্গে, ২ টি করে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে, এবং একটি করে পঞ্জাব ও কেরলে ৷

মন্ত্রকের মতে ভারতে কোভিড রোগিদের সেরে  ওঠার হার ২০ শতাংশ ৷ পাশাপাশি তারা বলেছে রোজ নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা ৬ শতাংশ ৷ যেদিন দেশে ১০০ সংখ্যা পেরিয়েছিল তারপর এদিন সংক্রমণের হার সবচেয়ে কম৷

৭৭৯ টি করোনা মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে সেখানে মৃত্যুর সংখ্যা ৩০১ ৷ এরপর গুজরাতে ১২৭, মধ্যপ্রদেশে ৯২, দিল্লিতে ৫৩, অন্ধ্রপ্রদেশে ৩১, রাজস্থানে ২৭ জনের মৃত্যু হয়েছে ৷

উত্তরপ্রদেশে মৃত্যুর সংখ্যা ২৬, তেলেঙ্গানাতেও সংখ্যাটা একই ৷ এছাড়া তামিলনাড়ু ও কর্ণাটকে মৃত ২২, পশ্চিমবঙ্গে ১৮ ৷ পঞ্জাবে মোট মৃত ১৭, এছাড়া জম্মু-কাশ্মীরে ৫, কেরলে ৪, ঝাড়খন্ড,হরিয়ানায় ৩ টি করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷

বিহারে করোনায় মৃত ২, মেঘালয়, হিমাচল, ওড়িশা, অসমে একটি করে মৃত্যুু হয়েছে এমনটাই বলছে সরকারি পরিসংখ্যান ৷ এদিক সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই -র মতে করোনায় মোট আক্রান্ত ২৪,৮৩৬ ও মোট মৃত ৭৮৭ ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus