#নয়াদিল্লি: বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১১হাজার। বিশ্বে করোনা সংক্রমণ ২.৫ লক্ষের বেশি। ইতালিতে করোনায় মৃত্যু সর্বোচ্চ। ইতালিতে একদিনে মৃত্যু সবথেকে বেশি, মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল। ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু ইতালিতে। ফ্রান্সে ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু। চিনে করোনায় নতুন করে কেউ আক্রান্ত হননি
ভারতেও ফের বাড়ল করোনা আক্রন্তের সংখ্যা। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্ত বেড়ে ২৩৭। আক্রান্তদের মধ্যে ২০৫ ভারতীয়, ৩২ বিদেশি। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ ২৩।
বিশ্বজুড়ে করোনা-কাঁপুনি। আতঙ্ক রোজ বেড়েই চলেছে করোনা নিয়ে ৷ গোটা বিশ্বই প্রায় স্তব্দ হয়ে পড়েছে ৷ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷কলকাতাতেও তীব্র হচ্ছে করোনা আতঙ্ক। গতকাল একজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল, আজ ফের নতুন করে একজন আক্রান্তের সন্ধান মিলেছে। উল্লেখ্য ওই ব্যক্তি এবার স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। তারপর গতকাল গভীর রাতে তাঁর লালরস পরীক্ষা করতে বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়। রাতেই রিপোর্ট আসে। সেখানে দেখা যায় ওই ব্যাক্তি করোনা পজিটিভ। আপাতত তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল তিন–এ। স্বাভাবিকভাবে করোনার কারণে এখন তীব্র আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। এভাবে রোগ যদি প্রকোপ বাড়াতে থাকে, তাহলে এর গৃহবন্দি হয়ে থাকা ছাড়া আর বাঁচার কোনও উপায় দেখছেন না তাঁরা।
গতকাল ইংল্যান্ড ফের এত যুবকের দেহে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। সেই যুবক অববিবেচকের মতো শহরের নানা প্রান্তে ঘুরেছিল বলেও খবর মেলে। পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন, করোনা সন্দেহ হলে বা করোনা আক্রান্ত হলে মানুষ যেন হাসপাতাল অথবা বাড়িতে অবশ্যই গৃহবন্দি থাকেন। না হলে ফোর্স কোয়েরেন্টাইন করবে রাজ্য। করোনার সঙ্গে লড়াইয়ে একের পর ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন তৈরি থাকলেও মানুষের মধ্যে সচেতনতাও আসল কথা, সেটাই মনে করিয়ে দেন তিনি।
কিন্ত শনিবার সকালে ফের নতুন করে এক করোনা আক্রান্তের খবর আসায় স্বাভাবিকভাবে চিন্তা বেড়েছে প্রশাসন। এখন দেখার এই যুবকও অন্য দুজনের মতো ঘুরে বেরিয়েছিলেন নাকি বিবেচকের মতো সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট সুরক্ষা নিয়েছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus deat toll, Coronavirus in India