হোম /খবর /দেশ /
Coronavirus 2nd Wave: করোনা এবার থাবা বসাচ্ছে ১০ বছরের নিচের শিশুদের ওপরেও

Coronavirus 2nd Wave: করোনা এবার থাবা বসাচ্ছে ১০ বছরের নিচের শিশুদের ওপরেও

Coronavirus 2nd wave -Photo-Representative

Coronavirus 2nd wave -Photo-Representative

বিশেষজ্ঞদের দাবি করোনার দ্বিতীয় ওয়েভে গতবারের তুলনায় শিশুরা অনেক বেশি মাত্রায় সংক্রমিত হচ্ছে৷

  • Last Updated :
  • Share this:

#বেঙ্গালুরু: দেশে করোনা ভাইরাস ফের একবার ভয়াবহ আকার নিতে শুরু করেছে৷  Coronavirus 2nd Wave ঘিরে মানুষরে মধ্যে এক বছর আগের আতঙ্ক ফের ফিরে আসছে৷ অ্যাক্টিভ কেসের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে গোটা দেশেই৷ এই অবস্থায় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু সকলের চিন্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিল৷ এখানে ১০ বছরের কম শিশুদের মধ্যে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা৷ এই বয়সের বাচ্চাদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ এই মাসে শুধুমাত্র ১০ বছরের নিচে করোনা সংক্রিমত বাচ্চার সংখ্যা ৪৭২৷ আশঙ্কা করা হচ্ছে সপ্তাহান্তের মধ্যে এই সংখ্যা ৫০০ পেরিয়ে যাবে৷

বিশেষজ্ঞদের দাবি করোনার দ্বিতীয় ওয়েভে গতবারের তুলনায় শিশুরা অনেক বেশি মাত্রায় সংক্রমিত হচ্ছে৷ অনেক বাচ্চা বাইরে প্রচুর সময় কাটাচ্ছে৷ তাদের পরিবারের সদস্যরা বাইরে যাচ্ছে৷ এর জেরেই ভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷ এখনও অবধি করোনা আক্রান্ত শিশুদের মধ্যে ২৪৪ টি বালক ও ২২৮ জন বালিকা রয়েছে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ি কর্ণাটকে কোভি়ড ১৯ -র জন্য গঠিত টেকনিক্যাল দলের উপদেষ্টা কমিটি অবশ্য এই ঘটনায় বিস্মিত নয়৷

তাদের দাবি এক বছর আগে শিশুদের মধ্যে এই রোগ ছড়াচ্ছিল না কারণ শিশুরা বাইরে বেরোচ্ছিল না৷ তাই তারা ভাইরাসের সান্নিধ্যে আসছিল না৷ লকডাউনে শিশুদের বাইরে বেরোনো একেবারে বন্ধ ছিল৷ এখন তারা পার্কে বেরোচ্ছে , কমিউনিটি এলাকায় খেলছে৷ ফলে কোনও বাচ্চা সংক্রমিত হলে তার  থেকে বাকি বাচ্চারাও সংক্রমিত হয়ে যাচ্ছে৷ শিশুদের মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে৷

কমিটির সদস্য এটাও বলেছে যখন শিশুরা মা-বাবা-র সঙ্গে বিয়েবাড়িতে যাচ্ছে তখন ভিড়েও ঢুকে যাচ্ছে৷ এই পরিস্থিতিতেই রোগ ছড়ানোর ভয় সবচেয়ে বেশি৷ মার্চের প্রথম সপ্তাহে বেঙ্গালুরু মহানগর পালিকায় ১০ বছরের কম বাচ্চাদের মধ্যে ৮-১০ জন সংক্রমিত ছিল৷ কিন্তু গত সপ্তাহ থেকে রোজ ৩২ থেকে ৪৬ টি করে নতুন করোনা সংক্রমণের মামলা সামনে আসছে৷

Published by:Debalina Datta
First published:

Tags: Bengaluru, Coronavirus