#কলকাতা: মহারাষ্ট্র বা দিল্লির মতো হয়তো উদ্বেগজনক পরিস্থিতি নয়৷ কিন্তু এ রাজ্যেও প্রায় প্রতিদিনই নিঃশব্দে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭৩৩৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের৷
নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৫১৩ জনই কলকাতার৷ মৃতদের মধ্যে ২ জনও কলকাতারই বাসিন্দা৷
বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২৭৪৷ ফলে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে প্রায় ৫০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷
এ দিনই দেশের করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গওবা৷ এই বৈঠকে কেন্দ্রের তরফে মহারাষ্ট্র, পঞ্জাব এবং ছত্তীসগড়ের পরিস্থিতিকে উদ্বেগজনক বলে ব্যাখ্যা করা হয়েছে৷ মোট ১১টি রাজ্যকে করোনা পরিস্থিতি নিয়ে সতর্কও করা হয়েছে কেন্দ্রের তরফে৷ মোট পাঁচটি বিষয় কঠোর ভাবে মেনে চলার জন্য প্রত্যেক রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সেগুলি হল দ্রুত ভ্যাকসিন প্রয়োগ, ব্যাপক হারে করোনা পরীক্ষার ব্যবস্থা করা, উপসর্গযুক্ত মানুষকে চিহ্নিত করে নিভৃতবাসের ব্যবস্থা করা, করোনা সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে লাগু করা এবং আক্রান্ত এলাকায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা৷
Sudipta Chakraborty