#সিঙ্গাপুর: করোনা ভাইরাস এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে চিনে, তার আঁচ ছড়িয়েছে অন্যত্রও ৷ চিন থেকে ফিরে বিয়ে করার সময় নিজের বিয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়েছে ৷ কেননা সিঙ্গাপুর নিবাসী ও দম্পতি কিছুদিন আগেই চিন থেকে ফিরেছেন ৷ জোসেপ ও তাঁর স্ত্রী কাং টাং বিয়ের সমস্ত ঘটনা সরাসরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ বিয়ের নিমন্ত্রণ অস্বীকার করতে পারেন সেই ভেবেই বিয়েবাড়িতে সরাসরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ৷
বাড়িতে করোনা ভাইরাসের আতঙ্কে যাতে প্রাণ সংশয় না দেখা দেয় তাই এই ব্যবস্থা করা হয়েছিল ৷ সূত্রের খবর গত ২৪ জানুয়ারি চিনের হুনান প্রদেশে গিয়েছিলেন কেননা সেখানে কনের পরিবার বসবাস করে ৷ জানুয়ারির ৩০ তারিখ ফিরেছিলেন চিন থেকে সিঙ্গাপুরে ৷ তাঁদের বিয়ে হয়েছিল ২ ফেব্রুয়ারি ২০২০ ৷ বন্ধু-বান্ধব ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন ৷ বিয়ে বাড়িতে সব মিলিয়ে নিমন্ত্রিত ছিলেন ১৯০ জন ৷ নিমন্ত্রণ রক্ষা করেছিলেন ১১০ জন ৷ সারা বিয়ের অনুষ্ঠান সরাসরি দেখানোর জন্য নিমন্ত্রিত অতিথিরা অভিনন্দন জানিয়েছেন ৷
সবার আতঙ্কের কারণ এখনও পর্যন্ত সিঙ্গাপুরে ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ অন্যদিকে ইতিমধ্যেই করোনা ভাইরাসের প্রভাবে চিনে ৫৬২ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত ২৭ হাজারেরও বেশি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Singapore